ETV Bharat / state

Crack on Tarkeshwar-Howrah Rail Line: তারকেশ্বর-হাওড়া লাইনে ফাটল, দীর্ঘক্ষণ পর স্বাভাবিকের পথে পরিষেবা

author img

By

Published : Jan 7, 2023, 11:40 AM IST

Updated : Jan 7, 2023, 12:00 PM IST

Crack on Tarkeshwar-Howrah Rail Line
তারকেশ্বর-হাওড়া লাইন

শনিবার সকালে তারকেশ্বর-হাওড়া ডাউন লাইনে ফাটল (Crack on Tarkeshwar-Howrah Rail Line)৷ কৈকালা স্টেশন ছাড়ার পরই দু'টি পাতের মাঝখানের ফাঁক বড় হয়ে লাইনে ফাটল দেখা যায়। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল ৷ যদিও হাওড়া-তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

তারকেশ্বর, 7 জানুয়ারি: তারকেশ্বর-হাওড়া লাইনে ফাটল (Crack on Tarkeshwar-Howrah Rail line)৷ আর তার জেরে ব্যাহত ট্রেন চলাচল। প্রায় দু'ঘণ্টা বন্ধ রইল পরিষেবা। ফাটলটি কৈকালা স্টেশনের কাছে দেখা দিয়েছে। শনিবার সকাল কৈকালা স্টেশন ছাড়ার পরই ডাউন লাইনে দু'টি পাতের মাঝখানের ফাঁক বড় হয়ে ফাটল দেখা যায়। এরপরই তড়িঘড়ি রেল কর্মীরা ঘটনাস্থলে আসেন ৷ লাইন মেরামতের কাজ শুরু করেন।

তারকেশ্বরে এদিন 5.35-এ ট্রেন ছাড়ার পর এই ঘটনাটি ঘটে। এর ফলে তিনটি ট্রেন আটকে যায়। ডাউন তারকেশ্বর 6.20 বাহিরখণ্ড স্টেশনে দাঁড়িয়ে থাকে। 7.05 ও 7.55 ট্রেনও আটকে যায়। মুহূর্তে ফাটলের কথা ছড়িয়ে পড়ে নালিকুল, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর সহ নিকটবর্তী সমস্ত স্টেশনে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। জোরকদমে শুরু হয় ফাটল মেরামতির কাজ। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় ট্রেন চলাচল শুরু হয়। এই শাখায় আরামবাগ-গোঘাট-হরিপাল-সিঙ্গুরের যাত্রীদের ভিড় থাকে বরাবারই। তার মধ্যেই দিনের শুরুতে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। যদিও শনিবার-রবিবার অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকে। তাতেই রক্ষা।

আরও পড়ুন: বঙ্গের বন্দে ভারতে স্থান পেল না বাংলা শব্দ, সমালোচনায় সরব তৃণমূল

সবমিলিয়ে এদিন প্রায় দু'ঘণ্টা র বেশি সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এই শাখায়। রেল যাত্রীদের দাবি, হটাৎ শোনা যায় ট্রেনের লাইনে ফাটল হয়েছে। এর ফলে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায়। এই সময় কয়েক হাজার মানুষ হাওড়ায় দিন মজুরের কাজ করতে যান। ট্রেন দেরি করে ছাড়ায় অনেকে আবার বাড়ি ফিরে যান। এতে আরামবাগ হাওড়া লোকালের যাত্রীরাও সমস্যায় পড়েন। বেশ কিছুটা সময় পর ফের পুরোদমে ট্রেন চলাচল শুরু হলেও হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে কিছুটা সময় দেরিতে চলছে ডাউন ট্রেন। যদিও হাওড়া-তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল প্রথম থেকেই স্বাভাবিক ছিল। তবে তারকেশ্বর হাওড়া ডাউন লাইনে প্রায় দু-ঘণ্টা ট্রেন চলাচলে ব্যাহত হয়ে থাকে। সাড়ে সাতটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে কিছুটা সময় দেরিতে চলছে ট্রেন। পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে রেল সূত্রে।

আরও পড়ুন: ট্রেনে পাথর ছুড়লে হতে পারে 10 বছরের জেল, সচেতেনতা বাড়াতে আসরে রেল

Last Updated :Jan 7, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.