ETV Bharat / state

Asit Mazumdar over Locket: 'পার্থ ও মদনদার ভালো বান্ধবী লকেট', মন্তব্য বিধায়ক অসিত মজুমদারের

author img

By

Published : Mar 12, 2023, 10:33 AM IST

Updated : Mar 12, 2023, 10:49 AM IST

Locket Chatterjee
পার্থ চট্টোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর অভিযোগ, লকেট চট্টোপাধ্য়ায়ের সঙ্গে পার্থ ও মদন মিত্রের ভালো সম্পর্ক ৷ এমনকী বিজেপি নেত্রী সিবিআই ও ইডির সঙ্গে আড্ডা মারেন (Asit Mazumdar slams Locket) ৷

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক অসিত মজুমদার

চুঁচুড়া, 12 মার্চ: "একজন অসভ্য মহিলা, অসভ্য মহিলা, অসভ্য মহিলা", বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অসিত জড়িত বলে অভিযোগ করেন লকেট ৷ এর পালটা বিধায়কের প্রশ্ন, "শুনেছি, লকেট চট্টোপাধ্যায় পুরোহিতের মেয়ে ৷ তিনি লোকসভা ভোটে লড়ার টাকা পেলেন কোথা থেকে ? দল কত টাকা দিয়েছিল ?"

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ এখন ইডি হেফাজতে ৷ এবার হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ৷ শনিবার দশঘড়ায় বিজেপির একটি কর্মসূচিতে গিয়ে শান্তনু-সহ অন্য তৃণমূল নেতাদের তুলোধনা করেন লকেট চট্টোপাধ্যায় ৷ এখানে তিনি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেন ৷ তার পরই চুঁচুড়া খাদিনামোরে তৃণমূলের পার্টি অফিস বসে লকেটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক ৷ তিনি বলেন, " লকেট চট্টোপাধ্যায় বলেছেন আমি চাকরি কিনেছি ৷ তিনিই এর ব্যাখ্যা দেবেন ৷" এ নিয়ে লকেটের বিরুদ্ধে 14 মার্চ মানহানির মামলা করবেন বলেও হুঁশিয়ার দিয়েছেন তৃণমূল নেতা ৷

লকেট চট্টোপাধ্যায়কে 'একজন অসভ্য মহিলা' বলে আক্রমণ করেন প্রবীণ তৃণমূল বিধায়ক ৷ তিনি আরও বলেন, "ভদ্রলোকেদের সঙ্গে কী ধরনের কথা বলতে হয়, তা জানেন না লকেট ৷ লকেট বলছেন, আমি চাকরি কিনেছি । কিনলে আমি অন্যায় করিনি ৷ আগামী 14 মার্চ লকেটের বিরুদ্ধে মানহানির মামলা করব ৷" লকেটকে ইঙ্গিত করে বিধায়ক আরও বলেন, "পার্থদার খুব ভালো বন্ধবী লকেট চট্টোপাধ্যায় ৷ পার্থদার নামে তিনি টাকা তুলেছেন ৷"

পাশাপাশি বিধায়কের হুঁশিয়ারি, চুঁচুড়ায় অলিতে-গলিতে দিদির সুরক্ষার মিটিং করে মানুষকে বলব লকেটকে হেনস্থা করতে ৷ বিজেপির সাংসদ হওয়ার আগে লকেট তৃণমূলে ছিলেন ৷ লকেটও নিয়োগ দুর্নীতিতে যুক্ত ৷ তিনি আরও বলেন, " লকেট চট্টোপাধ্যায় মদনদারও বান্ধবী ৷" ইডি-সিবিআই প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল বিধায়ক বলেন, "তিনি ইডি-সিবিআইয়ের গর্ব করেন কথায় কথায় ৷ তিনি কোথায় সিবিআই-ইডির সঙ্গে কোথায় আড্ডা মারেন, তা বলুন ৷ আমার কাছে খবর আছে, ও (লকেট চট্টোপাধ্যায়) রাতের বেলায় এদের সঙ্গে বসে আড্ডা মারে ৷"

আরও পড়ুন: মাকড়শার জাল বুনেছে তৃণমূল, মহারথীরাও জেলে যাবে: লকেট

Last Updated :Mar 12, 2023, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.