ETV Bharat / state

ত্রিকোণ প্রেমের জেরে যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক

author img

By

Published : Oct 28, 2020, 4:21 PM IST

Humayun Kabir
Humayun Kabir

চুঁচুড়া কামারপাড়ার যুবক বিষ্ণু মালকে 10 অক্টোবর বাড়ি থেকে তুলে নিয়ে যায় কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস । অভিযোগ, ত্রিকোণ প্রেমের জেরে বিষ্ণুকে অপহরণ করে খুন করে বিশাল ও তার সঙ্গীরা ।

চুঁচুড়া, 28 অক্টোবর : ত্রিকোণ প্রেমের জেরে চুঁচুড়ার যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিশাল এখনও পলাতক । আজ চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর মৃত বিষ্ণু মালের পরিবারের সঙ্গে দেখা করেন ৷ দোষীদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দেন তিনি ।

বৈদ্যবাটি স্টেশনের কাছে এই খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার । সেই সঙ্গে DNA পরীক্ষার জন্য বিষ্ণু মালের দেহাংশ নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে । ধৃত দু’জনকে 12 দিনের হেপাজতে নিয়ে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

চুঁচুড়ায় খুন হওয়া যুবকের বাড়িতে চন্দননগর পুলিশ কমিশনার

আরও পড়ুন :- ত্রিকোণ প্রেমের জের, চুঁচুড়ায় উদ্ধার নিখোঁজ যুবকের খণ্ড খণ্ড দেহ

চুঁচুড়া কামারপাড়ার যুবক বিষ্ণু মালকে 10 অক্টোবর বাড়ি থেকে তুলে নিয়ে যায় কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস । অভিযোগ, ত্রিকোণ প্রেমের জেরে বিষ্ণুকে অপহরণ করে খুন করে বিশাল ও তার সঙ্গীরা । বিশালের দুই সঙ্গী কৃষ্ণ মণ্ডল ও রাজকুমার প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে, অপহরণের দিনই খুন করে দেহ খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে দেয় তারা । দিল্লি রোডের পাশে বৈদ্যবাটি খালের ঝোপ থেকে উদ্ধার হয় দেহাংশ । গতকাল মৃতের পরিবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের মর্গে গিয়ে দেহাংশ শনাক্ত করে । ওই দেহাংশই অপহৃত যুবকের কি না তা নিশ্চিত করতে আজ মেডিকেল কলেজে DNA পরীক্ষা করা হবে ।

চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ন কবীর বলেন, ‘‘বিষ্ণুকে বাইকে করে তুলে নিয়ে যায় বিশালের সঙ্গীরা । খুন করার আগে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না তার জন্য বিষ্ণুর মোবাইল ফোন থেকে ফোন করে নিশ্চিত হয় । তারপর তাঁকে নৃশংসভাবে খুন করে । আশ্বাস দিচ্ছি উচিত শিক্ষা দেওয়া হবে বিশালকে । আজ খুনের ঘটনায় পুনর্নির্মাণ করা হচ্ছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.