ETV Bharat / state

কোন্নগরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

author img

By

Published : Jan 10, 2021, 4:28 PM IST

hanging bodies of an elderly couple were recovered in Konnagar
কোন্নগরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আজ সকালে কোন্নগরে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে উত্তরপাড়া থানার পুলিশ । পুলিশের অনুমান মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন তাঁরা ।

কোন্নগর, 10 জানুয়ারি : বৃদ্ধ দম্পতির আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । ঘটনাটি কোন্নগরের এ সি চ্যাটার্জি স্ট্রিটের । মৃতদের নাম দীপক সরকার (72) ও তাঁর স্ত্রী ভবানী সরকার (70) । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ ।

আজ সকালে নিজের বাড়িতে ওই দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা । খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে । পুলিশ সূত্রে খবর, দীপক সরকার ও ভবানী সরকার দুজনেই অবসরপ্রাপ্ত সরকারী কর্মী । ছেলেকে নিয়ে চিন্তা থেকেই হয়ত মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি । সেই কারণেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

দীপক ও ভবানী সরকারের একমাত্র ছেলে দিব্যেন্দু সরকার উচ্চ শিক্ষিত । চাকরি না পাওয়ায় টুরিজ়মের ব্যবসা করতেন । বছর দেড়েক তাও ভালো চলছিল না । লকডাউনে সেই ব্যবসা বন্ধ হয়ে যায় । বাধ্য হয়ে রান্না করা খাবার বাড়িতে পৌঁছে দিয়ে হোম সার্ভিসের কাজ শুরু করেন । বছর দেড়েক আগে বিয়ে করেন দিব্যেন্দু । তাঁর ব্যবসা অবস্থা খারাপ চলায় স্ত্রীর সঙ্গে অশান্তি হত প্রায়শই । দাম্পত্য কলহের কারণে স্ত্রীও ছেড়ে চলে যান । ছেলের হোম সার্ভিসের ব্যবসা পছন্দ ছিল না বাবা মার । সেই অবসাদে ওই দম্পতির এই সিদ্ধান্ত মনে করছেন স্থানীয়রা ।

আরও পড়ুন : আসানসোলে মানসিক অবসাদে আত্মহত্যা প্রৌঢ় দম্পতির

কোন্নগর পৌরসভার প্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, "দুজনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । দুজনেই গ্যাজেটেড অফিসার ছিলেন । খুবই ভালো পরিবার । সবার সঙ্গে মিলেমিশে থাকতেন । কী কারণে এমন হল তা চিন্তার বিষয় । পুলিশ তদন্ত করে দেখছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.