ETV Bharat / state

পাণ্ডুয়ায় খোলা চৌবাচ্চায় পড়ে মৃত্যু শিশুর

author img

By

Published : May 31, 2021, 10:36 AM IST

পাণ্ডুয়ায় একটি নির্মীয়মাণ চৌবাচ্চায় পড়ে গিয়ে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, অসাবধানতাবশত খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ যদিও ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

পাণ্ডুয়ায় খোলা চৌবাচ্চায় পড়ে মৃত্যু শিশুর
পাণ্ডুয়ায় খোলা চৌবাচ্চায় পড়ে মৃত্যু শিশুর

পাণ্ডুয়া, 31 মে : নির্মীয়মাণ চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর । নাম লক্ষ্মী সরকার। ঘটনাটি পাণ্ডুয়ার তিন্না গ্রামের। বছর আড়াইয়ের শিশুটি দুপুরে বাড়ির পাশে খেলা করছিল । সেইসময় চৌবাচ্চার মুখ খোলা থাকায় অসাবধানবশত সেখানে পড়ে গিয়ে মারা যায় সে ৷

পরিবার সূত্রে খবর, প্রতিদিন বিকেলে প্রতিবেশীর সঙ্গে বাড়ির আশপাশেই খেলতে যায় সে ৷ গতকালও গিয়েছিল ৷ তারপর অনেকক্ষণ ধরে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু হয় ৷ পরে প্রতিবেশীরা চৌবাচ্চার জলে শিশুটিকে ভাসতে দেখে ৷ পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে ৷ অবিলম্বে চৌবাচ্চার মুখ বন্ধ করার দাবি জানায় প্রতিবেশীরা ৷

মৃত শিশুর মা প্রতিমা সরকার বলেন, "পাশের বাড়ির মেয়েটির সঙ্গে খেলতে যায় লক্ষ্মী ৷ গতকালও তাই গিয়েছিল ৷ কিন্তু অনেকক্ষণ ধরে না ফেরায় সন্দেহ হয় আমাদের ৷ খোঁজখবর নেওয়া শুরু করি ৷ পরে প্রতিবেশীরা সব বলে ৷ "

পাণ্ডুয়া থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান অসাবধানতাবশত খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ যদিও ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানা যাবে ৷


আরও পড়ুন :সেই যোগীরাজ্য ! কোভিডে মৃতের দেহ নদীতে ফেলার ভিডিয়ো ভাইরাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.