ETV Bharat / state

Suvendu Mocks Anubrata: বীরভূমের প্রধানমন্ত্রী ছিলেন কেষ্ট, সে ইডি দফতরে গিয়ে ভুল বকছে; কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Mar 9, 2023, 8:08 PM IST

Updated : Mar 9, 2023, 11:09 PM IST

এক সময়ে বীরভূমের প্রধানমন্ত্রী ছিলেন কেষ্ট (Suvendu Mocks Anubrata)৷ আর আজ সে ইডি দফতরে গিয়ে ভুল বকছে ৷ এ ভাবেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu mocks Anubrata ETV Bharat
শুভেন্দু অধিকারী

বীরভূমের প্রধানমন্ত্রী ছিলেন কেষ্ট

খানাকুল, 9 মার্চ: বীরভূমের প্রধানমন্ত্রী ছিলেন অনুব্রত মণ্ডল ৷ আর আজ তিনিই কি না ইডি দফতরে গিয়ে ভুল বকছেন ৷ খানাকুলের জনসভা থেকে এই ভাষাতেই শাসক দলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu mocks Anubrata)৷

সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে এবং সংগঠনকে মজবুত করতে খানাকুলে জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । খানাকুলের নতিবপুর ভূদেব বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এই জনসভা হয় । এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Latest News) প্রথম থেকেই শাসক দল তৃণমুল কংগ্রেস ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন ।

সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, দুই বছর পর খানাকুলের নতিবপুরে বিরোধী শক্তি রাজনৈতিক কর্মসূচি করল । 2011 সালের বিধানসভার পর এখানে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে । পুলিশকে দলদাস বলে কটাক্ষ করে তিনি আরও বলেন, লোকসভার ভোটে যে কটা আসনে বিজেপি হেরেছে তার মধ্যে এই আরামবাগও রয়েছে । সেখানে তৃণমূল আড়াই হাজার ভোটে গায়ের জোরে জিতেছে বলে অভিযোগ শুভেন্দুর । 2024 সালে সেই পরাজয় সুদে আসলে বুঝে নেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি ৷

এ দিন নাম না করে তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই ।" এরপরই স্থানীয় উপপ্রধান নুর আলম প্রসঙ্গে বলেন, "এখানকার উপপ্রধানবাবু, তোমার থেকেও বিরাট মস্তান ছিলেন কেষ্ট । তিনি ছিলেন বীরভূমের প্রধানমন্ত্রী । সেই কেষ্টর কী অবস্থা। ইডি দফতরে গিয়ে বলছেন, বাংলা জানি না, ইংরাজি জানি । কোথায় গেল চড়াম চড়াম । কোথায় গেল নকুলদানা । খানাকুল দুইয়ের পাতি গুন্ডারা সাবধান ।"

এ দিন স্থানীয় তৃণমুল নেতা সাকিমকে বালি চোর বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা । বালি চুরিতে পুলিশের ভাগ আছে বলেও অভিযোগ করেন তিনি ৷ অপরদিকে, সংখ্যালঘুদের নাম না করে তিনি বলেন, "মমতা টুপি পরিয়ে ভোট নিয়েছে । আর ফুরফুরার নওশাদের টুপি ধরে টেনেছে ।" নওশাদ প্রসঙ্গে তিনি বলেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে তাঁদের রাজনৈতিক ভাবে বিরোধ আছে । তবে তাঁর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সর্বৈব মিথ্যা ।

আরও পড়ুন: ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে সমর্থনের ঘোষণা শুভেন্দুর

পাশাপাশি কুন্তল ঘোষ ও ঘনিষ্ঠদের 75টি অ্যাকাউন্টের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনের যে খোঁজ ইডি পেয়েছে সে প্রসঙ্গেও শাসক দলকে একহাত নেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, তদন্তের গতিপ্রকৃতি ঠিক জায়গাতেই যাচ্ছে । কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে বেশি কিছু বলব না । তবে পাতালের ভিতরেও টাকা পয়সা যদি লুকিয়ে রাখে সেটা খুঁজে বের করতে ইডি জানে । নিয়োগ দুর্নীতিতে অভিনেতা বনি সেনগুপ্তের যোগ নিয়ে শুভেন্দু বলেন, অভিনেতাও আইনের আওতায় । আইন সবার জন্য এক ।

ডিএ প্রসঙ্গেও এ দিন মুখ খোলেন শুভেন্দু অধিকারী ৷ ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ধর্মঘট নিয়ে রাজ্য সরকারে কড়া নির্দেশ প্রসঙ্গে বলেন, নোটিশ দেবে, শো কজ করবে, ওই পযন্তই । বেতন কাটলে, দমন পীড়ন নীতি নিয়ে সাসপেন্ড করলে বিরোধী দলনেতা হিসাবে তিনি পূর্ণ দায়িত্ব নেবেন বলে জানান শুভেন্দু অধিকারী ৷

Last Updated : Mar 9, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.