ETV Bharat / state

যাঁদের দুয়ার নেই, তাঁদের কী হবে, দুয়ারে ত্রাণকে কটাক্ষ দিলীপের

author img

By

Published : May 28, 2021, 5:18 PM IST

ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের সাহায্যেও রাজনৈতিক রং দেখা হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ বিজেপি কর্মী ও সমর্থকদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷

State BJP president Dilip Ghosh alleges that political colours are being seen to help of cyclone victims
‘‘যাঁদের দুয়ার নেই, তাঁদের কী হবে’’? রাজ্যের দুয়ারে ত্রাণ প্রকল্পকে কটাক্ষ দিলীপের

উলুবেড়িয়া, 28 মে : যশের তাণ্ডবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে প্রকল্পকে ‘দুয়ারে ত্রাণ’ নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু যাঁদের বাড়িঘর ভেঙে পড়েছে তাঁদের কী হবে, এই প্রশ্নই তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ কটাক্ষ করে তিনি বলেন, যাঁদের দুয়ার নেই তাঁদের কী হবে? ত্রাণ শুরু হওয়ার আগেই আমফানের মত এখানেও দুর্নীতির গন্ধ পাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি ৷

এ দিন উলুবেড়িয়ায় বিজেপির তৈরি ত্রাণ শিবিরে প্রায় 150 জন মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সেখানেই দিলীপ ঘোষ অভিযোগ করেন, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ শিবিরে মানুষকে ঠাঁই দিতে গিয়েও রাজনৈতিক রং দেখা হচ্ছে ৷ বিজেপি কর্মীদের ত্রাণ শিবিরে থাকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্য সরকার দুয়ারে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলছেন ৷ সেটা করতে পারলে খুব ভাল হয় ৷ কিন্তু, আমফানের সময় যেমন স্বজনপোষণ হয়েছিল, এবারেও যে তা হবে না, তার গ্যারান্টি কে দেবে?’’

রাজ্যের দুয়ারে ত্রাণকে কটাক্ষ দিলীপ ঘোষের

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চিঠি রাজনীতির বিরুদ্ধে সরব দিলীপ

পাশাপাশি আজ রাজ্যে যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সে নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রধানমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের থেকে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানবেন ৷ তারপর সেই মতো ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ৷’’ সেই সঙ্গে তিনি এও বলেন, ‘‘ইতিমধ্যেই রাজ্যকে ঘূর্ণিঝড় যশের মোকাবিলার জন্য আগাম 400 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.