ETV Bharat / state

Mother Murder : খানাকুলে মাকে গলা টিপে খুনের অভিযোগ

author img

By

Published : Feb 1, 2022, 8:03 AM IST

নেশাগ্রস্ত অবস্থায় মাকে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে । ঘটনাটি হুগলি জেলার খানাকুলের (Mother Murder)।

Hooghly Khanakul Crime News
খানাকুলে মাকে গলা টিপে খুনের অভিযোগ

খানাকুল, 1 ফেব্রুয়ারি : মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুর পঞ্চায়েতের দাসপুর গ্রামে । মৃতার নাম ছবিতা পাত্র । জানা গিয়েছে, ছেলে মদ্যপ অবস্থায় মাকে গলা টিপে খুন করেছে (Son allegedly murders mother in Khanakul Hooghly) ।

সোমবার সকালে বাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় ছবিতাকে । তাঁর পরিবারের অভিযোগ, অন্যদিনের মতো রবিবার রাতেও ছেলের সঙ্গেই শুয়েছিলেন ওই প্রৌঢ়া । কিন্তু সকালে কেউই ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের লোকজনের । শেষে দরজা ভাঙার ভয় দেখানো হলে দরজা খোলে ছোট ছেলে অনুপ ৷ তারপরই প্রৌঢ়াকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় ৷

আরও পড়ুন : Mother Murder: নেশার টাকা না দেওয়ায় মাকে খুন করে নিখোঁজের গল্প ফাঁদল ‘ঈশ্বর’

খানাকুল থানায় ঘটনার কথা জানানো হলে, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পাশাপাশি অভিযুক্ত ওই ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ । পুলিশি জেরার মুখে ধৃত যুবক খুনের ঘটনা স্বীকার করেছে । দোষীর কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারের লোকজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.