Ram Mohan Roy : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে রামমোহনের জন্মস্থান ভুল, ইংরেজিতে নামের বানানও দুরকম

author img

By

Published : Sep 14, 2021, 8:51 PM IST

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে রাজা রামমোহনের জন্ম স্থান ভুল

রাজা রামমোহন রায়ের জন্মের জেলা ভুল ৷ ইংরাজিতে রামমোহন রায়ের বানানও বিভিন্ন রকম দেখা যাচ্ছে ৷ তাও আবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে ৷ আর তা নিয়েই সরব হয়েছেন সকলে ৷

হুগলি, 14 সেপ্টেম্বর : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে রাজা রামমোহন রায়ের জন্মস্থান ভুল ৷ সঙ্গে রামমোহনের ইংরাজি বানানও দু'রকম দেখা যাচ্ছে ৷ যা নিয়ে শোরগোল পড়েছে বিভিন্ন মহলে । সরকারি ওয়েবসাইটে এই ধরনের ভুলে নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে ।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের (West Bengal Council Of Higher Secondary Education) ওয়েবসাইটে লেখা রয়েছে রাজা রামমোহন রায়ের জন্ম রাধানগর গ্রামে । আর সেখানে জেলা হিসাবে উল্লেখ আছে মুর্শিদাবাদ । ওয়েবসাইটে দেখা যাচ্ছে, "Raja Ram Mohan Roy was born on May 22, 1772 in village Radhanagar in the District of Murshidabad in Bengal" ৷

অন্যদিকে, রামমোহনের ইংরাজি বানান কোথাও 'Rammohan' তো কোথাও 'Ram Mohun' ৷ কোথাও 'Ram Mohan' আলাদা তো কোথাও আবার একসঙ্গে 'rammohan'/'rammohun' ৷

আরামবাগের বিভিন্ন বিদ্বজ্জনের দাবি, এটা মুর্শিদাবাদের পরিবর্তে হুগলি জেলা হবে । কারণ রামমোহনের লেখা অনুযায়ী তিনি কখনওই মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেননি । তাঁর পূর্বপুরুষরা কর্মসূত্রে খানাকুলের রাধানগর গ্রামে আসার পর সেখানেই জন্ম হয় রামমোহনের । রাধানগর গ্রামে গেলে এখনও তাঁর বাড়ি দেখা যাবে ।

আরও পড়ুন : Agnimitra Paul : টুইটার অ্যাকাউন্ট হ্যাকড, লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের অগ্নিমিত্রার

কিন্তু কীভাবে এত বড় ও গুরুত্বপূর্ণ ঘটনা শিক্ষা সংসদের ওয়েবসাইটে ভুল লেখা হল সেটা নিয়ে হতবাক অনেকেই । পরবর্তীকালে অবশ্য জানাজানি হতেই ওয়েবসাইটে মুর্শিদাবাদের পরিবর্তে হুগলি করে দেওয়া হয় । যদিও সংসদ সূত্রে জানা গিয়েছে, কোনও কারণে ভুল হয়ে গিয়েছে । তবে নজরে আসতেই তা ঠিক করে দেওয়া হয় । কিন্তু এই ধরনের ভুল কী করে হল ? কেন তা এতদিন কারোর নজরে এল না ? তা নিয়েই উঠছে প্রশ্ন ৷

এই বিষয়ে আঞ্চলিক ইতিহাসবিদ তথা বিশিষ্ট সাংবাদিক দেবাশিস শেঠ জানান, রাজা রামমোহন রায়ের জন্ম হুগলি জেলার রাধানগর গ্রামে । এই নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই । রামমোহনের একাধিক বইয়েও তা লেখা রয়েছে । বর্ধমান রাজের নির্দেশে তাঁর পরিবার এখানে আসার পর রামমোহনের জন্ম হয় ৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে রাজা রামমোহনের জন্ম স্থান ভুল, নামের বানানও দুরকম

আরও পড়ুন : Amit Shah: মাতৃভাষা ও সরকারি ভাষার সমন্বয়েই হবে দেশের অগ্রগতি ; হিন্দি দিবসে অমিত শাহ

ওয়েবসাইটে রাজা রামমোহন রায়ের জন্মের জেলা নিয়ে ভুল তথ্য লেখায় প্রতিবাদে গর্জে ওঠেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ । তিনি বলেন, "সারা পশ্চিমবঙ্গটাই ভুলে চলছে । পাঠ্যপুস্তকেও বহু ভুল ধরা পড়েছে । অনেক কষ্টে ভুল সংশোধন করেছে রাজ্য সরকার । এটা অস্বাভাবিক কিছু নয় । এটাই স্বাভাবিক । তাই রাজা রামমোহন রায়ের জন্মস্থান মুর্শিদাবাদ হয়ে গিয়েছে ।"

একজন সমাজ সংস্কারক থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মস্থান ভুলের ঘটনায় সব মহলেই শোরগোল পড়েছে । খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটেই যদি এমন ভুল থাকে তাহলে ছাত্র ছাত্রীরা এবং ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে ? প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদদের একাংশ । তবে সকলেই চান এই ভুল সংশোধন হোক । অনেকেই এর জন্য লিখিত আবেদনও জানিয়েছেন ।

আরও পড়ুন : Adulterated Fuel : কাকদ্বীপে ভেজাল জ্বালানি তেল চক্রের হদিস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.