ETV Bharat / state

ভদ্রেশ্বরে অবস্থান-বিক্ষোভে যোগ দিতে গেলে লকেট ও সায়ন্তনকে বাধা পুলিশের

author img

By

Published : Jun 5, 2020, 7:06 PM IST

BJP
প্রতিবাদে লকেট ও সায়ন্তন

ভদ্রেশ্বর থানার সামনে চারদিন ধরে অবস্থান-বিক্ষোভ করছে BJP । আজ সেখানে যাওয়ার কথা ছিল সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায়ের । তার আগেই তাঁদের আটকে দেওয়া হয় ।

হুগলি, 5 জুন : ভদ্রেশ্বরে সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায়ের পথ আটকাল চন্দননগর পুলিশ । BJP কর্মীদের মিথ্যা মামলায় আটক করার অভিযোগে ভদ্রেশ্বর থানার সামনে চারদিন ধরে হুগলি সাংগঠনিক জেলার কর্মীরা অবস্থানে বসেছিলেন । সেখানে যোগ দিতে যাওয়ার পথেই গৌরহাটি ESI হাসপাতালের কাছে GT রোডে আটকানো হয় সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায়কে । ঘটনার জেরে BJP কর্মী ও সমর্থকরা পথ অবরোধ করেন ।

তেলিনি পাড়ায় গোষ্ঠী সংঘর্ষের পর একাধিক BJP কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে । এই অভিযোগে গত চারদিন ধরে ভদ্রেশ্বর থানার সামনে বিক্ষোভ অবস্থান করছিল BJP । আজ সেখানে যোগ দিতে গেলে লকেট চট্টোপাধ্যায় এবং সায়ন্তন বসুকে আটকানো হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে । এরপর রাস্তাতেই বসে পড়েন তাঁরা ।

পরে সায়ন্তনবাবু বলেন, "পুলিশ আমাদের যেভাবে পথ আটকাল যেন আমরা চোর । গাড়ি ডাকাতি করে পালিয়ে যাচ্ছি । পুলিশ আমাকে বলেছে আমি গেলে অশান্তি হবে তাই ঢুকতে দেওয়া যাবে না । থানায় যাব, সেটাতে আটকানোর কী আছে ! থানাটা কি জম্মু-কাশ্মীরে ? যে যাওয়া যাবে না ।"

এদিকে, তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "লকেট ও BJP-র কিছু নেতা বিশৃঙ্খলা করার জন্য ভদ্রেশ্বরে যাচ্ছে । প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি । এলাকা যখন একটু শান্ত হচ্ছে তখন আবার BJP উসকে দিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করা চেষ্টা করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.