ETV Bharat / state

নেই PPE সরঞ্জাম, ক্ষুব্ধ আরামবাগ মহকুমা হাসপাতালের নার্স ও চিকিৎসকরা

author img

By

Published : Mar 31, 2020, 9:07 PM IST

ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম না পেয়ে রীতিমতো আতঙ্কিত এবং ক্ষুব্ধ তাঁরা । মঙ্গলবার এই নিয়ে সরব হন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা । তাঁদের দাবি, কোরোনা ঠেকাতে সরকারের তরফে তাঁদের ন্যূনতম সুরক্ষাকবচ প্রদান করা হোক ।

arambagh_hospital
arambagh_hospital

আরামবাগ, 31 মার্চ: N-95 মাস্ক তো দূরের কথা মিলছে না সাধারণ সার্জিক্যাল ক্যাপ ও গ্লাভস । ফলে স্বাস্থ্য পরিষেবা চালু রাখতে গিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন আরামবাগ সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ।

তাঁদের অভিযোগ, সরকারিভাবে দেওয়া হচ্ছে না PPE (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) । ন্যূনতম সুরক্ষা কবচ না থাকলে হাসপাতালে পরিষেবা দেওয়া ডাক্তার, নার্স থেকে সাফাই কর্মীরা কোরোনা সংক্রমিত হতে পারেন । আবার তাদের থেকে কোনও রুগীরও সংক্রমণ হতে পারে । এছাড়াও অভিযোগ যে, উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে একই সরঞ্জাম দিনের পর দিন ব্যবহার করতে বলা হচ্ছে । এক কথায় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম না পেয়ে রীতিমতো আতঙ্কিত এবং ক্ষুদ্ধ তাঁরা । মঙ্গলবার এই নিয়ে সরব হন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা । কোরোনা ঠেকাতে সরকারের তরফে তাঁদের ন্যূনতম সুরক্ষাকবচ প্রদান করা হোক ।

এই নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগের ডাক্তার মধুময় আড়ি বলেন, “যারা মাইক হাতে PPE পরে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে হাসপাতালের সুইপার, নার্স, ডাক্তারদের বেশি প্রয়োজন । মাস্ক, সার্জারি গ্লাভস সার্জারি ক্যাপ চাইতে গেলে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে । সহজে কেউ সরঞ্জামগুলো পাচ্ছে না । নিজেরাই নিজেদের মত করে জোগাড় করে নিচ্ছে ।“

হাসপাতালের ডাক্তার পরানচন্দ্র টুডু বলেন, “আমি নিজেই ডায়াবেটিস পেশেন্ট । নিজের সুরক্ষা না নিয়ে অন্যকে কীভাবে সুরক্ষা দেব ? একটা মাস্ক জোগাড় করতে ঝগড়া করতে হচ্ছে । সরকারিভাবে কোনও সুরক্ষা সরঞ্জাম দেওয়া হচ্ছে না । দ্রুত আমাদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা করা হোক।” নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্সের কথায়, “আমরা PPE পাচ্ছি না । একটাই সার্জিক্যাল ক্যাপ চারদিন ধরে পরে আছি । এতে আমি নিজেও সংক্রমিত হতে পারি বা অন্য কেউ সংক্রমিত হতে পারেন । N95 মাস্কটি নিজে কিনেছি । আমরা চাই সরকার থেকে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম দেওয়া হোক ।”

যদিও সমস্যার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন আরামবাগ মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সিদ্ধার্থ দত্ত। এ ব্যাপারে তিনি বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মীদের মাস্কের প্রয়োজন হলে তাঁরা যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.