ETV Bharat / state

Nawsad Siddique Returns Home: বাড়ি ফিরলেন নওশাদ, ফুরফুরায় মিষ্টি বিতরণ

author img

By

Published : Mar 4, 2023, 10:03 PM IST

Updated : Mar 4, 2023, 10:09 PM IST

42 দিন পর জেল থেকে মুক্তি পেয়ে শনিবার ফুরফুরায় ফেরেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique reaches home) ৷

ETV Bharat
ফুরফুরায় নওশাদ সিদ্দিকী

বাড়ি ফিরলেন নওশাদ সিদ্দিকী

হুগলি, 4 মার্চ: 42 দিন জেলবন্দি থাকার পর শনিবারই মুক্তি পেয়েছেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique) ৷ জেল থেকে বেরিয়ে এদিন সন্ধ্যায় ফুরফুরায় তাঁর বাড়িতে যান নওশাদ ৷ তাঁর মুক্তিতে খুশি ফুরফুরাবাসী ৷ হয় আবির খেলা ৷ এলাকায় নকুলদানা বিলি করা হয় আইএসএফ-এর পক্ষ থেকে ।

এদিন কলকাতা থেকে হাওড়া হয়ে আইএসএফ-এর কর্মী-সমর্থকরা গাড়ির মিছিল করে সন্ধ্যায় বাড়ি নিয়ে যান নওশাদ সিদ্দিকীকে । রাস্তায় বহু মানুষ সংবর্ধনা জানান তাঁকে । 42 দিন পর ঘরের ছেলে ঘরে ফেরায় উচ্ছসিত ফুরফুরার মানুষ। ফুল ও মালা দিয়ে শুভেচ্ছা জানান হয় তাঁকে । নওশাদের ফেরার খুশিতে লাড্ডু বিলি করা হয় আইএসএফ সমর্থকদের মধ্যে (ISF MLA Nawsad Siddique)।

এদিন নওশাদ ও আইএসএফ এর অন্যান্য সমর্থকরা জেল থেকে মুক্তি পেয়ে ফুরফুরায় ফেরার পর তাঁদের স্বাগত জানান পীরজাদা আব্বাস সিদ্দিকী ৷ আগামিদিনে এগিয়ে যাওয়ার জন্য তাঁদের শুভেচ্ছা জানান আব্বাস ৷ দেশের ভবিষ্যতের স্বার্থে নওশাদ গ্রেফতার হয়েছেন বলে জানান আব্বাস সিদ্দিকী ৷ তিনি বলেন,"নওশাদ-সহ সকলে দুঃস্থ অসহায় মানুষের অধিকার নিয়ে লড়ছিল । তাঁদের অন্যায়ভাবে জেলে ভরা হয়েছিল। তবে আইন এবং সংবিধানের জয় হয়েছে । আমাদের দেশের আদালত সঠিক বিচার করেছে ।"

উল্লেখ্য, গত 21 জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের দিন অশান্তি হয় ভাঙরে ৷ কলকাতার ধর্মতলায় আইএসএফ-এর কর্মসূচিকে কেন্দ্র করেও সেদিন উত্তেজনা ছড়ায় ৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় আইএসএফ কর্মী-সমর্থকদের ৷ ধর্মতলা থেকে গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে ৷ গ্রেফতার করা হয় আরও আইএসএফ কর্মী-সমর্থকদের ৷

আরও পড়ুন: 'মমতাকে উৎখাত না-করা পর্যন্ত ন্যাড়াই থাকব', জামিনের পর চুল কেটে বললেন কৌস্তভ

এদিন ঘরে ফিরে নওশাদ বলেন, "ভালো লাগছে মাতৃভূমিতে ফিরে এলাম । আইনের মাধ্যমে বাকিদেরও দ্রুত ফিরিয়ে নিয়ে আসব । একটাই বার্তা, আইএসএফ-এর লড়াই সমাজ বদলানোর লড়াই, সেই লড়াই থেকে এক পাও পিছিয়ে আসবে না । ক্ষমতা দখল আমাদের লক্ষ্য নয়, মার খাব, জেল হবে এটা আমরা ধরে নিয়ে এগোব । আসার সময় জেলা আধিকারিককে বলে এসেছি টাটা নয়, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের ।"

Last Updated :Mar 4, 2023, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.