ETV Bharat / state

বিজেপির শুভেন্দুর স্লোগান মমতার মুখে !

author img

By

Published : Jan 25, 2021, 3:54 PM IST

Updated : Jan 25, 2021, 5:13 PM IST

মাসখানেক ধরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে স্লোগান দিচ্ছেন, আজ তা শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ কেন শুভেন্দুর স্লোগান মমতার মুখে শোনা গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন৷

mamata chants suvendu's slogan !
বিজেপির শুভেন্দুর স্লোগান মমতার মুখে !

পুরশুড়া, 25 জানুয়ারি : ‘জয় শ্রীরাম’৷ বিজেপির নেতা-কর্মীদের মুখে এই স্লোগানই এতদিন শুনে এসেছেন সকলে৷ কিন্তু মাসখানেক ধরে বাংলায় বিজেপির বিভিন্ন সভায় নতুন একটি স্লোগান শোনা যাচ্ছে৷ আর তা হল, ‘‘হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে৷’’ মূলত শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর এই স্লোগান সবচেয়ে বেশি শোনা যাচ্ছে৷ বিভিন্ন জনসভায় এই স্লোগান শুভেন্দুর মুখেও শোনা গিয়েছে৷

এবার সেই একই ধরনের স্লোগান শোনা গেল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর মুখেও৷ তবে তিনি স্বাভাবিকভাবেই বিজেপির জায়গায় তৃণমূল শব্দটি ব্যবহার করেছেন৷ সোমবার হুগলির পুরশুড়ায় তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল৷ সেই সভার মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে৷’’ আর এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘হরে কৃষ্ণ হরে রাম, বিদায় নাও বিজেপি-বাম৷’’

শুধু তাই নিয়ে, বিজেপির সমালোচনা করতে গিয়ে বিজেপি নেতাদের মমতা ‘লাল চুল, কানে দুল’ বলেও কটাক্ষ করেছেন৷ এই কথাটিও প্রথম শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল৷ বিজেপিতে যোগদানের পর তিনি তৃণমূল যুবা ও যুব কংগ্রেসকে উদ্দেশ্য করে ‘লাল চুল, কানে দুল’ বলেছিলেন৷

ফলে বিষয়টি সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ, তৃণমূল নেত্রীকে বরাবর তাৎক্ষণিক স্লোগান বাঁধতে দেখা গিয়েছে৷ যা নেতা-কর্মীদের মুখে মুখে জনপ্রিয় হতে বেশি সময় লাগে না কোনওবারই৷ কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন অন্য দলের স্লোগান বলছেন, এখন সেই প্রশ্ন উঠছে৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সামনে আমাকে উত্ত্যক্ত করা হয়েছে : মমতা

এর আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক কর্মসূচিতে নাম বিজেপির অনুকরণে ব্যবহার করার অভিযোগ উঠেছিল৷ এদিনও সেই অভিযোগ উঠছে৷

Last Updated : Jan 25, 2021, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.