ETV Bharat / state

Student Agitation: টেস্টে ফেল করা ছাত্রীদের পাশ করানোর দাবিতে ঘেরাও স্কুলে

author img

By

Published : Dec 8, 2022, 11:39 AM IST

মাধ্যমিক ও উচ্চমাধ্যেমিকের টেস্ট পরীক্ষায় ফেল করাদের পাশ করিয়ে দেওয়ার দবিতে শ্রীরামপুরের স্কুল ঘেরাও হল (Students Agitation in Serampore) ৷

Student Agitation
ETV Bharat

হুগলি, 8 ডিসেম্বর: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল করা ছাত্রীদের পাশ করানোর দাবিতে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের (Serampore Girl's High School) ৷ বুধবার বিদ্যালয়ের সামনে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ । 23 জন মাধ্যমিকের ও 9 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী টেস্টে পাশ করতে পারেননি । পড়ুয়া ও অভিভাবকদের দাবি সকলকেই পাশ করাতে হবে । কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই দাবি না মানায় স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রী ও অভিভাবকরা । এই বিক্ষোভের জেরে প্রধান শিক্ষিকা-সহ বেশ কয়েকজন শিক্ষিকা স্কুলের মধ্যে আটকে পড়েন । পুলিশ এসে শিক্ষিকাদের উদ্ধার করে।

এই প্রসঙ্গেই দ্বাদশ শ্রেণীর ছাত্রী পল্লবী বৈরাগী বলেন, "সব স্কুলের পাশ করানো হলেও আমাদের এখানে হয়নি । আমাদের বলা হয়, এমন টিসি দেব অন্য কোনও স্কুলে ভর্তিও নেবে না । আমাদের দাবি আমাদের পাশ করাতে হবে । মাধ্যমিক পরীক্ষায় আমরা ভালোভাবে পাশ করব ।"
এরপরেই ওই স্কুলেরই এক পড়ুয়ার অভিভাবিক অঞ্জু সাউ বলেন, "টেস্ট পরীক্ষা স্কুলের হাতে, বোর্ডের হাতে থাকে না । স্কুল কর্তৃপক্ষ যদি ছাত্রীদের পাশ করিরে দেয় তাহলে ভালো হয়। তা না হলে বছর নষ্ট।"

আরও পড়ুন: শিক্ষকের অভাবে বন্ধ ক্লাস , টিচার ইন চার্জকে আটকে স্কুলে বিক্ষোভ ছাত্রীদের

প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার জানান, দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় বেশ কয়েকজন ছাত্রী খুব খারাপ রেজাল্ট করেছে । যারা ফেল করেছে তারা বছরের বিভিন্ন পরীক্ষাতে কখনও 7 বা কখনও 3 নম্বর পেয়েছে । মাধ্যমিকের টেস্টে 23 জন ও উচ্চ মাধ্যমিকের টেস্টে 9 জন ছাত্রী অকৃতকার্য হয়েছে। আমরা ছাত্রীদের খাতাও দেখাতে চাই । সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার মিটিং করা হয়েছে । ছাত্রীদের জানানো হয়েছে তারা যেন লিখিত আকারে একটি দরখাস্ত করে । তারপর তাদের খাতা দেখানো হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.