ETV Bharat / state

Locket Slams Mamata: 'কোনদিন বলবেন সিপিএম আমায় মুখ্যমন্ত্রী বানিয়েছে', মমতার সিঙ্গুর মন্তব্যে কটাক্ষ লকেটের

author img

By

Published : Oct 19, 2022, 11:12 PM IST

উত্তরবঙ্গ সফর থেকে অতীত উসকে দেওয়ায় নানা বিতর্ক সামনে উঠে আসছে (Controversies arise on Mamata Banerjee Singur remarks)। তৎকালীন সময়ে সিঙ্গুরের টাটা ন্যানো কারখানা তৈরির জন্য সিপিএম মাঠে নামে। প্রতিবাদে নামে সিঙ্গুরের খাসেভেরি, বাজেমেলিয়া-সহ একাধিক গ্রামের মানুষ।

Locket Slams Mamata
মমতার সিঙ্গুর মন্তব্যে কটাক্ষ লকেটের

কলকাতা, 19 অক্টোবর: উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে তাঁর রাজনৈতিক কেরিয়ারে সবচেয়ে বড় উত্থান সেই আন্দোলন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সিঙ্গুর থেকে টাটাদের সিপিএম তাড়িয়েছে।' মমতার এই মন্তব্যের পরই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ উত্তরবঙ্গ সফর থেকে অতীত উসকে দেওয়ায় নানা বিতর্ক সামনে উঠে আসছে (Controversies arise on Mamata Banerjee Singur remarks)। তৎকালীন সময়ে সিঙ্গুরের টাটা ন্যানো কারখানা তৈরির জন্য সিপিএম একযোগে মাঠে নামে। প্রতিবাদে নামে সিঙ্গুরের খাসেভেরি, বাজেমেলিয়া-সহ একাধিক গ্রামের মানুষ।

জমি অধিগ্রহণ থেকে সিঙ্গুরের টাটার প্রজেক্টে পাঁচিল দেওয়া নিয়ে প্রতিরোধের আগুন জ্বলে। সেই আগুনে ঘৃতাহুতি দেয় রাজকুমার ভুল ও তাপসী মালিক। কিন্তু ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মারার অভিযোগের বিচার এখনও অসমাপ্ত। এখনও বিচার পায়নি তাপসী মালিকের পরিবার। কিন্তু সেই অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন সুহৃদ দত্ত। যে ন্যানো কারখানার অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল, সেই কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখনও অধিকাংশ জমি চাষযোগ্য করা যায়নি। ভেরি তৈরি করা হয়েছে। টাটাদের ন্যানো শিল্পকে কেন্দ্র করে যে সিঙ্গুরে কর্মসংস্থানের হাট হত, তা এখন শ্মশান বলে অভিযোগ বিরোধীদের। না হয়েছে শিল্প না হয়েছে কৃষি। বেকার যুবকদের কোনও কর্মসংস্থান হয়নি।

তৎকালীন সিঙ্গুরের নেতা তথা সিপিএমের হুগলি জেলার সম্পাদক মন্ডলীর সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। মিথ্যা বলাটাই তার শিষ্টাচার। বেকার ছাত্র যুবরা আন্দোলন গড়ে তুলছে প্রতিদিন। পায়ের তলার মাটি গরম হয়ে যাচ্ছে। একটা কিছু বলে চর্চায় থাকবেন তিনি। মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে গোটা এগারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল রাজ্য নয়, দেশের ক্ষতি করছেন। একটা সাম্প্রদায়িক শক্তিকে ডেকে এনে এর মাশুল ওনাকে দিতে হবে। গোটা দেশকে উচ্ছন্নে নিয়ে যাওয়ার জন্য দিল্লিতে মোদি যা করছে, সহায়ক শক্তি হিসেবে পশ্চিমবঙ্গে একই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷"

মমতার সিঙ্গুর মন্তব্যে কটাক্ষ লকেটের

অন্যদিকে সিঙ্গুরের জমি আন্দোলনের নেতা ও বর্তমান তৃণমূল সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুধ কুমার ধারা জানান, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সঠিক কথা বলেছেন। সিঙ্গুরের শিল্প নিয়ে চাষিদের সঙ্গে আলোচনা করে করা হয়নি। জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছে ৷ উর্বর কৃষি জমি নষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জমি অধিগ্রহণের যে নিয়মাবলী মানা হয়নি বাম আমলে। সিপিএমের হঠকারিতার জন্যই টাটাদের যেতে হয়েছে। সিপিএমের ভুলনীতির কারণেই সিঙ্গুরের শিল্প হয়নি এটা সঠিক কথা।

আরও পড়ুন: 'মমতার মুখে মিথ্যে নতুন নয়', সিপিএমের পাশে দাঁড়িয়ে মুখমন্ত্রীতে কটাক্ষ সুকান্তর

মুখ্যমন্ত্রীর মন্তব্যে হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বিঁধেছেন মুখ্যমন্ত্রীকে (Locket Chatterjee slams Mamata Banerjee) ৷ তিনি বলেন, "উত্তরবঙ্গে মানুষের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এত বড় মিথ্যে কথা বলছেন। এগারো বছর ধরে তাঁর মিথ্যের পর মিথ্যে রাজ্যবাসী হজম করে নিয়েছে। ভাবছেন এটাও মিথ্যা বলবেন। এরপর তো বলবেন আমি মুখ্যমন্ত্রী হতে চাইনি, সিপিএম আমাকে জোর করে মুখ্যমন্ত্রী করেছে। এবার তো বলবেন, উনি চুরি করেননি, তৃণমূলের নেতারা সব চোর। তিনি টাটা-কে তাড়ানোর জন্যই অনশনে বসেছিলেন। আর কৃষকদের ভুল বুঝিয়েছিলেন। সেই জমি তিনি ফেরত দিতে পারেননি। সকলে জানে সিঙ্গুর থেকে টাটা-কে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিঃশ্বাস নেওয়ার জন্য সিপিএমকে জায়গা ছেড়ে দিচ্ছে। এরা একই পথের পথিক। যাতে না বিজেপি জায়গা পায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.