ETV Bharat / state

Locket Chatterjee on JU: যাদবপুরে মাওবাদী-নকশালপন্থীদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে, মন্তব্য লকেটের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 9:56 PM IST

যাদবপুরে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তাঁর মতে, রাজ্যপাল যে উদ্যোগ নিয়েছেন তা ঠিক ৷

ETV Bharat
লকেট চট্টোপাধ্যায়

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

ব্যান্ডেল, 25 অগস্ট: মাওবাদী বা নকশালপন্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে খুঁজে বের করতে হবে ও ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে ৷ শুক্রবার এই কথা শোনা গেল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যামের মুখে ৷ যাদবপুর বিশ্বদ্যালয়ের মেন হস্টেলে এক প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ ৷ এই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠে এসেছে ৷ ব়্যাগিং কমাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসানোর পক্ষেও সওয়াল করেছেন লকেট ৷

যাদবপুরের ঘটনার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং ঠেকাতে ইসরোর প্রযুক্তিগত সাহায্য নেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায় । তাঁর মতে, অনেক আলুর সঙ্গে একটা পচা আলু থাকলে সব আলু নষ্ট হয়ে যায় । তাই পচা জিনিসগুলিকে বার করার জন্য যে যে পদ্ধতি আছে সবই নেওয়া উচিত । তাঁর কথায়, "ব়্যাগিংয়ের এই প্রক্রিয়া যেন চিরতরে বন্ধ হয়, আর যেন কোনও বাবা-মার কোল খালি না-হয় তার জন্য ব্যবস্থা নেওয়া উচিত ৷"

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জুতো দেখাল বিজেপি কর্মীরা

যাদবপুর নিয়ে মন্তব্য করতে গিয়ে লকেট এদিন বলেন, "রাজ্যপাল জিনিসটা ভালো বুঝবে । একজন মা হিসেবে বলব পরিবারের মানুষজন ছেলে মেয়েদের একটা স্বপ্ন নিয়ে পড়তে পাঠানো হয় । আর ভবিষ্যতের জন্য পড়াশোনা করতে যাদবপুরে পাঠানো হয় । পড়াশোনা ছাড়া র‍্যাগিং থেকে গাঁজার চাষ সবই হয় । আর কত খারাপ হতে পারে, নিজেদেরই খারাপ লাগছে । আগামী দিনের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে । যারা যারা ভিতরে ভিতরে মাওবাদী বা নকশালপন্থীরা ভিতরে ঢুকে আছে, তাদের গর্ত থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে খুঁজে বার করে ধরতে হবে । ধরে শাস্তি দিতে হবে ।"

শুক্রবার ব্যান্ডেলে ভোটার চেতনা মহা অভিযানে যোগ দেন হুগলির সাংসদ । এদিন নতুন ভোটারদের নাম সংযোজনের জন্য ক্যাম্প করা হয় বিজেপির তরফে । এদিন ব্যান্ডেলে মোট 20 জন নতুন ভোটারের নামের আবেদন করা হয়েছে । ভোটাধিকার ও ভোটের প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই এই ক্যাম্পের উদ্দেশ্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.