ETV Bharat / state

গো-মূত্র পান করিয়ে গ্রেপ্তার সেই BJP নেতা

author img

By

Published : Mar 17, 2020, 8:48 PM IST

Updated : Mar 17, 2020, 10:05 PM IST

হুগলির ডানকুনিতে প্রথম শুরু হয় গো-মূত্র পান । তারপর কলকাতা হয়ে আজ রায়গঞ্জে করা হয়েছে একই কীর্তি । গো-মূত্রের এই 'সংক্রমণ' ঠেকাতে সক্রিয় হল পুলিশ । কলকাতার BJP নেতার বিরুদ্ধে মামলা করে পুলিশ । আজ তাকে গ্রেপ্তার করা হয় ৷

গ্রেপ্তার BJP নেতা
গ্রেপ্তার BJP নেতা

কলকাতা, 17 মার্চ : কোরোনার সংক্রমণ থেকে বাঁচতে হুগলির ডানকুনিতে গো-মূত্র বিক্রি করতে দেখা যায় এক ব্যক্তিকে । গো-মূত্র পানও করেন অনেকে । তারপর একই ঘটনা ঘটে কলকাতায় । গো-মূত্রের এই 'সংক্রমণ' ঠেকাতে সক্রিয় হল পুলিশ । কলকাতার অভিযুক্ত ওই BJP নেতাকে আজ গ্রেপ্তার করা হয়েছে ৷

ডানকুনিতে মামুদ আলি নামে এক ব্যক্তি গো-মূত্র বিক্রি করছিলেন । ওই ব্যক্তিকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল জোড়াসাঁকো এলাকায় BJP নেতা নারায়ণ চট্টোপাধ্যায় "গো-মাতা"র পুজো করেন । তারপর ঘটিতে করে গো-মূত্র বিলি করতে শুরু করেন । প্রসাদ হিসেবে লাড্ডু বিতরণ করা হয় । তবে শর্ত একটাই, গো-মূত্র পান করলে তবেই মিলবে লাড্ডু ।

জোড়াসাঁকোয় গো-মূত্র পান করার এই ছবি সামনে আসতেই হইচই শুরু হয়ে যায় । শুরু হয় তীব্র প্রতিক্রিয়া । এই ঘটনা নিয়ে জোড়াসাঁকো থানায় নারায়ণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । তারপরই গ্রেপ্তার করা হয় তাঁকে ৷

Last Updated : Mar 17, 2020, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.