Utkarsh Bangla Job: উৎকর্ষ বাংলার চাকরির নামে ভুয়ো প্রশিক্ষণের ডাক ! বিভ্রান্তিতে চাকরিপ্রার্থীরা

author img

By

Published : Sep 15, 2022, 6:02 PM IST

Hooghly Job aspirants get fake training certificate in the name of Utkarsh Bangla job

উৎকর্ষ বাংলার (Utkarsh Bangla Job) চাকরির নামে ভুয়ো প্রশিক্ষণের পত্র পেয়ে বিভ্রান্তিতে পড়লেন হুগলির চাকরি প্রার্থীরা (Hooghly Job aspirants)৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হুগলির জেলাশাসক পি দীপা ৷

চুঁচুড়া, 15 সেপ্টেম্বর: উৎকর্ষ বাংলার (Utkarsh Bangla Job) নামে চাকরিপ্রার্থীরা প্রতারণার শিকার হুগলিতে ! এমনই অভিযোগ উঠল হুগলিতে (Hooghly Job aspirants)৷

উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষা বিভাগ থেকে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতো গত 12 সেপ্টেম্বর বিভিন্ন জেলা থেকে বাসে করে চাকরিপ্রার্থীদের নিয়ে যাওয়া হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৷ সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের হাতে অফার লেটার তুলে দেবেন বলে জানানো হয়েছিল । যদিও তা সম্ভব হয়নি । পরে তাঁদের বলা হয়, বাসে ফেরার সময় অফার লেটার হাতে দিয়ে দেওয়া হবে । তাও দেওয়া হয়নি বলে অভিযোগ (Fake training certificate)।

হুগলি জেলার 107 জনকে পরে ফোন করে জানানো হয়, হুগলি এইচআইটি কলেজ থেকে অফার লেটার সংগ্রহ করতে হবে । প্রত্যেকের মোবাইলে একটি পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয় গতকাল । আজ হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে অফার লেটার নিতে আসেন অনেকেই । চিঠিতে লেখা গুজরাতের মারুতি সুজুকি কোম্পানিতে দু বছরের আইটিআই প্রোগ্রামে ভেহিকেল টেকনিক্যাল-এর প্রশিক্ষণ দেওয়া হবে । সেই প্রশিক্ষণ চলাকালীন এগারো হাজার টাকা করে ভাতা দেওয়া হবে । সেন্টার ফি বহন করবে সুজুকি মোটরস গুজরাত প্রাইভেট লিমিটেড । স্বাস্থ্য পরীক্ষা ও নথি দেখার পরই প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে ।

চিঠির নিচে সেন্টার ম্যানেজার হিসাবে ভেদপ্রকাশ সিং-এর নাম ও ফোন নম্বর দেওয়া হয় । সেই নম্বরে ফোন করে প্রার্থীরা জানতে পারেন, এই প্রশিক্ষণের ব্যাপারটাই ভুয়ো । যেভাবে তাঁদের চিঠি ধরানো হয়েছে প্রশিক্ষণের জন্য, এটা কোনও পদ্ধতি নয় । এই সংস্থা গুজরাতে প্রশিক্ষণ দেয় ৷ সে জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয় এবং তাঁদের প্রত্যেকের জন্য আলাদা করে চিঠি কোম্পানির প্যাডে ইস্যু করা হয় । ফানফাস্ট নামে এক সংস্থার সঙ্গে সুজুকি যৌথভাবে প্রশিক্ষণ দেয় বলে জানান ভেদপ্রকাশ । ফানফাস্টের (FUN1ST) পক্ষ থেকে সিদ্ধার্থ শংকর জানান, গতকাল রাতেই বিষয়টি তাঁরা জানতে পারেন । এই ধরনের কোনও চিঠি তাঁরা দেননি । পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই । ইতিমধ্যেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের মেইল করে বিষয়টি জানানো হয়েছে ।

আরও পড়ুন: কীভাবে নিয়োগপত্র প্রদান ? ধোঁয়াশা দেখে চটলেন মমতা, খামতি সামলালেন নিজেই

এই সংস্থা জানিয়েছে, তারা বিহার ও উত্তরপ্রদেশের ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিয়েছে । কিন্তু পশ্চিমবঙ্গের কেউ এখনও প্রশিক্ষণ নেয়নি । যেভাবে কোম্পানির প্যাড ব্যবহার করা হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি ভুয়ো । অফার লেটার হাতে পাওয়া ছাত্রছাত্রীরা এই ঘটনায় মুষড়ে পড়েছেন ৷ কেউ কেউ আবার গুজরাতে গিয়ে প্রশিক্ষণ নিতে চাইছেন না বলে অফার লেটার নিতেও আসেননি ।

বিভ্রান্তিতে হুগলির চাকরিপ্রার্থীরা

এ বিষয়ে ইনস্টিটিউটের তরফে নোডাল অফিসার কিছু বলতে চাননি । তবে হুগলির জেলাশাসক পি দীপা বলেন, "কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এটা কোনও উৎকর্ষ বাংলার প্রজেক্ট নয় । আইটিআইয়ের কোনও ট্রেনিং হবে । আমরা কারিগরি শিক্ষা দফতরকে বিষয়টি জানিয়েছি ৷"

এ দিকে, সিঙ্গুরে গিয়ে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই ঘটনায় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে পারছেন না । কিন্তু বেকার যুবকদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা না করলেও পারতেন । পশ্চিমবঙ্গের যুবদের অপমান করেছেন তিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.