ETV Bharat / state

French Museum: ফরাসি সভ্যতা গায়ে মাখা শহরেই অবহেলায় ঐতিহাসিক মিউজিয়াম

author img

By

Published : Jan 4, 2023, 10:30 PM IST

Etv Bharat
অবহেলায় ঐতিহাসিক মিউজিয়াম

একসময় ছিল ফরাসি উপনিবেশ । ভারতের স্বাধীনতার আরও তিন বছর পর ফরাসিদের আগল মুক্ত হয়েছিল চন্দননগর । এখনও সেখানে রয়েছে ফরাসিদের বই, শিল্পকলা । সেই চন্দননগরেই অবহেলায় পড়ে রয়েছে ফরাসিদের ঐতিহাসিক মিউজিয়াম (Chandannagar ) ।

ফরাসি বাস্তুকলায় নির্মিত ডুপ্লে মহলের এখন ভঙ্গপ্রায় দশা

চন্দননগর, 4 জানুয়ারি: চন্দননগরে একসময় ছিল ফরাসিদের উপনিবেশ । এখনও গঙ্গাপাড়ের শহরের একাধিক জায়গায় রয়েছে তার নিদর্শন । সেই চন্দননগরেই অবহেলায় পড়ে রয়েছে ফরাসিদের ঐতিহাসিক মিউজিয়াম । সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তারক্ষী, নেই কিছুই । শীতকালে দেশি-বিদেশি বহু পর্যটক এখানে ঘুরতে আসেন । উপভোগ করেন ফরাসি আমলের বই, ভাস্কর্য্য । ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা ঐতিহাসিক জিনিসপত্র রাখা আছে এই সংগ্রহশালায় । এছাড়াও রয়েছে ফরাসি ভাষা শেখানোর ব্যবস্থা । এই ইনস্টিটিউটে ফরাসি ডিপ্লোমা কোর্সে পড়ানো হয় । কিন্তু দক্ষ প্রশিক্ষকের অভাবে তাও প্রায় বন্ধের মুখে (Historic French Museum is getting neglected) ।

অভাব রয়েছে দুর্মূল্য ও দুষ্প্রাপ্য জিনিসগুলিকে রক্ষণাবেক্ষণ করার মতো পর্যাপ্ত পরিকাঠামোরও । না-আছে লাইব্রেরিয়ান, না-আছে কিউরেটর । নানা ঘাটতির মাঝেও দাঁড়িয়ে আছে ফরাসি স্থাপত্য । চন্দননগরবাসী থেকে ইতিহাসপ্রেমী, প্রত্যেকেই চায় এই সংগ্রহশালা, গ্রন্থাগার ও ঐতিহাসিক স্থানের সঠিক রক্ষণাবেক্ষণ হোক । কেন্দ্র ও রাজ্য সরকার এই ঐতিহাসিক স্থানকে ঢেলে সাজানোর ব্যবস্থা করুক ।

French Museum
শীতকালে দেশি-বিদেশি বহু পর্যটক এখানে ঘুরতে আসেন

চন্দননগরে ফরাসিরা মোগল বাদশার কাছ থেকে 40000 মুদ্রার বিনিময় 1688 খ্রিস্টাব্দে কুঠি স্থাপন করেন । পরে চন্দননগরে গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত মনোরম প্রাসাদের ফরাসি উদ্যানবাটী তৈরি করা হয় । ফরাসি উপনিবেশের শাসকের কেন্দ্রবিন্দু ছিল এই প্রাসাদ । সামনে বারান্দায় অনেকগুলি সারিবদ্ধ স্তম্ভ রয়েছে । প্রাসাদের চারিদিকে সেটাও নষ্ট হচ্ছে এই সময় । ছাদের উপরে কাঠের একটি সুন্দর চালা রয়েছে, সেটাও নষ্ট হয়ে গিয়েছে । ছাদ নষ্ট হয়ে গিয়েছে, বৃষ্টি হলেই সেখান দিয়ে জল পরে । এই স্মারকটি তৎকালীন ফরাসি সাংস্কৃতিক ও ঐতিহাসিক উপনিবেশের গুরুত্ব বহন করে ।

French Museum
অবহেলায় ঐতিহাসিক মিউজিয়াম

1812 সালে ফরাসি বাস্তুকলায় নির্মিত ডুপ্লে মহলের এখন ভঙ্গপ্রায় দশা । সেই আমলের তৈরি মূল্যবান গ্রন্থাগার, ফরাসিদের ব্যবহৃত জিনিসপত্র থেকে স্বাধীনতা আমলের নথি রয়েছে । রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সমস্ত কিছুই । চন্দননগর 1950 সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে এই মিউজিয়াম ভারতের দখলে আসে । তেরঙ্গা তোলা হয় । ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের (Archaeological Survey of India) ঐতিহাসিক এই মহলের দেখভালের কথা থাকলেও দীর্ঘদিন হয়ে গেল তা করা হয়নি ।

আরও পড়ুন: বিপ্লবী মতিলালের রায়ের প্রবর্তক সংঘকে সংগ্রহশালা ও পর্যটনকেন্দ্র গড়ার আর্জি

শিক্ষিকা বাবলি বন্দ্যোপাধ্যায় বলেন, "এত বড় গুরুত্বপূর্ণ সংগ্রহলায় অবশ্যই উচিত সঠিক নিরাপত্তা ব্যবস্থা করা উচিত । ঠিক করে রক্ষণাবেক্ষণ বহু বছর হয়নি । আশা করি বর্তমান ডিরেক্টর এর উন্নতি করবেন ।" পর্যটক সায়ন্তন নন্দী বলেন, "পুরাতত্ত্ব বিভাগের তরফে আরও যত্নশীল হওয়া প্রয়োজন । আর নিরাপত্তা বিষয়ে অবশ্যই দেখা উচিত ।"

চন্দননগর কলেজের ফরাসি বিভাগের প্রধান ও এই ইনস্টিটিউটের ডিরেক্টর বাসবী পাল বলেন বলেন, "এখানে অনেক কাজ বাকি । আমার সঙ্গে আলাদা অনুভুতি জড়িয়ে আছে এই ইনস্টিটিউট । তাই এখানে ফরাসি ভাষায় পড়াশোনা আমি গুরুত্ব নিয়ে দেখছি । এখানে খুব কম পয়সায় পড়ানো হয় । নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করেছি । যাতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়, তা নিয়েও আলোচনা করছি । গ্রন্থাগারটি খোলা হয়েছে । তবে কিউরেটর না-থাকায় একটু সমস্যা হচ্ছে । আগামিদিনে সব কিছু ঢেলে সাজানোর চিন্তা করছি । রাজ্য উচ্চশিক্ষা দফতর ও কেন্দ্রের পুরাতত্ত্ব বিভাগের সাহায্যে সাজিয়ে তোলা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.