ETV Bharat / state

রাজ্যপালকে বিজেপির শনি বলে কটাক্ষ কল্যাণের

author img

By

Published : Jun 20, 2021, 8:23 PM IST

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, " রাজ্যপাল চরকির মতো ঘুরে বেড়ান। নির্বাচনের আগেই অনেক ঘুরে বেরিয়েছেন । অনেক টুইট করেছেন বিজেপিকে আনতে পারেননি । উনি যত ঘুরবেন তত ভাল। উনি তো বিজেপির শনি ।"

রাজ্যপালকে বিজেপির শনি বলে কটাক্ষ কল্যাণের
রাজ্যপালকে বিজেপির শনি বলে কটাক্ষ কল্যাণের

হুগলি, 20 জুন : "নির্বাচনের আগে বিজেপির হয়ে অনেক টুইট করেছেন ৷ তাও বিজেপিকে আনতে পারেননি ৷ উনি তো বিজেপির শনি।" রাজ্যপাল জগদীপ ধনকড়কে শনি বলে কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যাপাধ্যায় ৷ রাজ্যপালের ভোট পরবর্তী এলাকা পরিদর্শন প্রসঙ্গে এই মন্তব্য করেন সাংসদ ৷

এদিন কল্যাণ বলেন, " রাজ্যপাল চরকির মতো ঘুরে বেড়ান। নির্বাচনের আগেই অনেক ঘুরে বেরিয়েছেন । অনেক টুইট করেছেন বিজেপিকে আনতে পারেননি । উনি যত ঘুরবেন তত ভাল। উনি তো বিজেপির শনি ।"

এদিন রাম মন্দিরের জমি কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি সব রকম কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছে ৷ অনেক কেলেঙ্কারি বেরোবে ৷ তারপর দেখবেন 2024 য়ে নরেন্দ্র মোদী চলে যাবেন । তখন দেখা যাবে গোটা ভারতবর্ষ বিজেপির কেলেঙ্কারিতে ভর্তি হয়ে রয়েছে । 2024-এ গুজরাটের বাড়িতে ফিরে যেতে হবে ওঁকে । বিরোধী দলের আসনে বসার জায়গা থাকবে না । বেনারস থেকেও হারবেন নরেন্দ্র মোদি ।"

সাংসদ জন বারলার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল দাবি প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, " উনি নতুন সাংসদ হয়েছেন । উনি পশ্চিমবাংলাকে চেনেন না ভাল করে । বাংলার মানুষ এর কেমন বিরোধিতা করতে পারে দেখে নেবেন । 2009 থেকে 2014 সালে যশবন্ত সিং এই প্রস্তাব তুলেছিলেন, তখনই আমরা বিরোধিতা করেছিলাম। পরে যখন আবার এই প্রস্তাব উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাকে কোনও ভাবে ভাগ করতে দেব না । "

আরও পড়ুন : 2024 সালে দিল্লির সরকার পাল্টাচ্ছে: কুণাল ঘোষ

সায়ন্তন বসু বাংলায় 356 ধারা আনতে বলার দাবি প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, "ওঁরা হেরেও এত কথা বলেন । 356 ব্যাপারে কিছুই জানেন না । আসলে বঙ্গ বিজেপি অর্ধশিক্ষিত ও অশিক্ষিত লোকে ভর্তি হয়ে গিয়েছে । বাংলাতে 356 করে দেখান না একবার মানুষ কীভাবে উত্তর দেন । এরপরে ওঁরা যদি রাষ্ট্রপতি শাসন করতে যান, তাহলে পশ্চিমবাংলা বিজেপি-শূন্য হয়ে যাবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.