ETV Bharat / state

Surajit Sengupta Death : শোকের ছায়া ব্যান্ডেল-চুঁচুড়ায়, সুরজিতের স্মৃতিচারণায় তনুময় বসু

author img

By

Published : Feb 17, 2022, 9:55 PM IST

Surajit Sengupta Death
Surajit Sengupta Death

ব্যান্ডেলের কেওটা ত্রিকোণ পার্কের বাড়ি থেকে ফুটবল যাত্রা শুরু সুরজিত সেনগুপ্তের । অচ্যুত বন্দ্যোপাধ্যায় আর অশ্বিনী বরাটের (ভোলা দা) কাছে ফুটবলের তালিম নিয়েছিলেন (Surajit Sengupta) ৷

চুঁচুড়া, 17 ফেব্রুয়ারি : হুগলির চুঁচুড়ায় জন্ম ৷ এখানেই ফুটবলে হাতেখড়ি ৷ কলকাতা ময়দান পর্যন্ত পৌঁছনোর আগে চুঁচুড়া, হুগলির ক্লাব ফুটবলে জমিয়ে খেলেছেন সুরজিৎ সেনগুপ্ত ৷ আজ তাঁর প্রয়াণে স্মৃতিমেদুর হয়ে উঠেছে ব্যান্ডেল, চুঁচুড়া এলাকা ৷

বৃহস্পতিবার বিকেলে চুঁচুড়ার মাঠে সুপার ডিভিশন লিগের খেলা চলছিল ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার তনুময় বসু ৷ তখনই সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণের খবর এসে পৌঁছায় । খেলা থামিয়ে নীরবতা পালন করেন দু'দলের ফুটবলার, রেফারি ও মাঠে উপস্থিত মানুষজন ৷ ব্যান্ডেলের কেওটা ত্রিকোণ পার্কের বাড়ি থেকে ফুটবল যাত্রা শুরু সুরজিতের । অচ্যুত বন্দ্যোপাধ্যায় আর অশ্বিনী বরাটের (ভোলা দা) কাছে ফুটবলের তালিম নিয়েছিলেন ৷ তিন প্রধানে খেলা এই উইঙ্গার বিপক্ষের রক্ষণে রীতিমতো কাঁপন ধরিয়ে দিতেন ৷

তাঁর প্রয়াণে শোকস্তব্ধ প্রাক্তন ফুটবলার তনুময় বসু (Tanumoy Basu on Surajit Sengupta's Death) ৷ সুরজিতের স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, "সাতের দশকে সুরজিৎ সেনগুপ্তের সেই স্কিল পরবর্তী কালে দেখা গিয়েছিল কৃশানু দের মধ্যে । কৃষাণুকে অসম্ভব ভালোবাসতেন বিশুদা । জামসিদ,সাবির আলিরা সেইসময়ের সর্বোচ্চ স্কোরার ৷ এর পিছনে অবদান ছিল সুরজিৎ সেনগুপ্তর । তাঁর বুদ্ধি ও দক্ষতা দেখেছি । অনেক স্মরণীয় খেলা উপহার দিয়েছেন দর্শকদের । করোনা আক্রান্ত হওয়ার পর ভেবেছিলাম হয়ত ফিরে আসবেন । ফুটবল মাঠে যেভাবে লড়াই করতেন করোনাকে হারিয়ে হয়ত ফিরবেন । কিন্তু সময়টা বড্ড খারাপ । একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে । সুরজিৎ সেনগুপ্তর চলে যাওয়া অপূরনীয় ক্ষতি ফুটবল জগতের ।"

সুরজিতের স্মৃতিচারণায় ব্যান্ডেল-চুঁচুড়া

আরও পড়ুন : Surajit Sengupta Demise : কারও দাদা, কারও পরম বন্ধু; সুরজিতের প্রয়াণে শোকস্তব্ধ সুব্রত-মানসরা

হুগলি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন যখনই কোনও প্রয়োজনে সুরজিৎ সেনগুপ্তর কাছে গিয়েছে, তিনি ফেরাননি ৷ সবসময় খেলাধুলোর উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন । যেকোনও খেলার অনুষ্ঠানে ডাকলেই আসতেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.