ETV Bharat / state

Defamation Charge Against Suvendu: প্রাক্তন বিধায়ককে 'তোলাবাজ' বলায় শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা

author img

By

Published : Sep 4, 2022, 10:46 AM IST

defamation-charge-against-suvendu-adhikari-by-former-goghat-mla-manas-majumdar
defamation-charge-against-suvendu-adhikari-by-former-goghat-mla-manas-majumdar

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার(Defamation Charge Against Suvendu Adhikari) ৷ তাঁকে তোলাবাজ বলায় এই অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক (Manas Majumdar) ৷

গোঘাট, 4 সেপ্টেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কামারকুণ্ডুর সাইবার ক্রাইম সেলে মানহানির অভিযোগ (Defamation Charge Against Suvendu Adhikari) দায়ের করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ৷ 31 জুলাই ডানকুনিতে একটি দলীয় সভা থেকে শুভেন্দু (Suvendu Adhikari) মানস মজুমদারকে তোলাবাজ (Extortion) বলেছিলেন ৷ তার প্রেক্ষিতেই এই অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক ৷ তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী তাঁর দলের সম্মানহানির চেষ্টা করেছেন । সেই উদ্দেশে তাঁর সেই বক্তব্য সোশাল মিডিয়ায় প্রচারও করেছেন ।

31 জুলাই হুগলির ডানকুনিতে বিজেপির একটি কর্মসূচিতে গিয়ে মানস মজমুদারের (Manas Majumdar) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ আর তোলাবাজির সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে ৷ এ নিয়ে মানস মজুমদারের অভিযোগ, তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতেই শুভেন্দু ইচ্ছাকৃতভাবে সোশাল মিডিয়ায় নিজের বক্তব্য ছড়িয়েছেন ৷ এর প্রেক্ষিতে 26 অগস্ট হুগলি গ্রামীণের কামারকুণ্ডু সাইবার সেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানস মজুমদার ৷ অভিযোগ খতিয়ে দেখে গতকাল তা সরকারিভাবে নথিভুক্ত করেছে সাইবার সেল ৷

এনিয়ে পাল্টা গরুপাচার প্রসঙ্গ টেনে আনেন মানস মজুমদার ৷ অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে গরুপাচার হচ্ছে সীমান্ত দিয়ে ৷ তাঁর যুক্তি, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ৷ আর তাঁর নিয়ন্ত্রণে থাকা সীমান্ত দিয়ে গরুপাচার হচ্ছে ৷ শুধু তাই নয়, সরাসরি বিএসএফ এর বিরুদ্ধেও গরুপাচারে মদত দেওয়ার অভিযোগ করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক৷

আরও পড়ুন: নবান্ন অভিযানকে সামনে রেখে মেগা প্রচারে শুভেন্দু-সুকান্ত

যদিও, এই অভিযোগ নিয়ে ভাবতে নারাজ হুগলির বিজেপি নেতারা ৷ পরশুড়ার বিধায়ক বিমান ঘোষ পাল্টা জানান, বিরোধী দলনেতার বক্তব্যের যুক্তি রয়েছে ৷ তৃণমূলের নেতানেত্রীরা দুর্নীতিগ্রস্ত ৷ গরিব মানুষের থেকেও তৃণমূলে নেতারা তোলাবাজি করে । সাইবার সেলে অভিযোগ দায়ের হওয়ায় বিজেপি চিন্তিত নয় বলে জানান তিনি ৷ তাঁর মতে, এর ফলে সত্যিটা আরও দ্রুত সামনে আসবে ৷ পুরো বিষয়টিকে লোক দেখানো বলেও কটাক্ষ করেন বিধায়কের দাবি, তদন্ত হলে সব সত্যি সামনে চলে আসবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.