ETV Bharat / state

Brinda Karat: 'দুর্নীতির রাজধানী পশ্চিমবঙ্গ', কটাক্ষ বৃন্দা কারাতের

author img

By

Published : Nov 29, 2022, 10:30 PM IST

মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির 29তম রাজ্য সম্মেলনে যোগ দিতে চন্দননগরে আসেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত (Brinda Karat) ৷ সেখানেই তিনি সমালোচনা করেন বিজেপি ও তৃণমূলের ৷

ETV Bharat
Brinda Karat slams tmc bjp

চন্দননগর, 29 নভেম্বর: কেরল ও বাংলার বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ বদল ইস্যুতে মুখ খুললেন বর্ষীয়ান সিপিএম নেত্রী বৃন্দা কারাত ৷ মঙ্গলবার চন্দননগর নাড়ুয়া রবীন্দ্র স্মৃতি সংঘের মাঠে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির 29তম রাজ্য সম্মেলনে যোগ দেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত (Brinda Karat) ৷ সেখানে আচার্য বদল ইস্যুতে তিনি তৃণমূলের সমালোচনা করেন ৷ তোপ দাগেন বিজেপির বিরুদ্ধেও (CPM leader Brinda Karat criticises TMC and BJP) ৷

তিনি বলেন,"গভর্নর পোস্ট মানে কনস্টিটিউশনের রাজদূত । পুরো দেশে বিজেপি-আরএসএস গভর্নর পোস্টকে যেভাবে ব্যবহার করছে মনে হচ্ছে তারা বিজেপি আরএসএসের রাজদূত । মুখ্যমন্ত্রী কখনও বলেন গভর্নর খুব খারাপ, কিন্তু যখন সেই ব্যক্তিই দিল্লিতে উপরাষ্ট্রপতি পদে লড়েন তখন ভোটদানে অনুপস্থিত থাকেন তিনি ৷ তার মানে সমর্থন দিচ্ছেন । তিনি দু'দিকে চলতে পারেন না ৷ একদিকে চলো, কেরলের মত চলো । কোনও সমঝোতা না-করে আমরা বিজেপি-আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করছি । এখানে সেটা হচ্ছে না, মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করতে পারছেন না । দুর্নীতির রাজধানী হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ ৷"

এদিন বৃন্দা কারাত আরও বলেন, "আমাদের দেশে বিলকিস বানুর খুনিরা অমিত শাহের স্নেহধন্য বলে তারা রেহাই পেয়ে যায় । মেয়েদের বিরুদ্ধে ধর্ষণ একটা অস্ত্র হয়ে উঠেছে ৷ এটা আমরা বরদাস্ত করতে পারি না । মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আরএসএস ও বিজেপির বিরুদ্ধে বিচারধরার লড়াই আমরা দেখতে পাচ্ছি না । উনি বলছেন আরএসএস এত খারাপ নয়।"

আরও পড়ুন: সাবিত্রীর বিরুদ্ধে এফআইআর বিজেপির, অধ্যক্ষকে পক্ষপাতদুষ্ট বললেন অগ্নিমিত্রা

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনে মহিলারা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই লড়েছে ৷ সবকিছুর অধিকার ওরা কিনে নিয়েছে । এবার পঞ্চায়েত নির্বাচনে মহিলারা 50 শতাংশ আসনে লড়াই করবে । গণতান্ত্রিক অধিকারের যেভাবে হরণ হচ্ছে সেটা আমরা বরদাস্ত করব না । এখান দুর্নীতির একটা রাজধানী হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ । শিক্ষক নিয়োগ, টেটে দুর্নীতি হচ্ছে । যখন কেউ ন্যায়ের জন্য লড়াই করছেন তখন তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মারছে, জেলে পাঠাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.