ETV Bharat / state

Fire at Dankuni Factory: ডানকুনিতে আগুনে ভস্মীভূত চিপস কারখানা, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

author img

By

Published : Jun 6, 2023, 1:51 PM IST

Updated : Jun 6, 2023, 2:30 PM IST

Fire at chips factory
চিপস কারখানায় আগুন

ডানকুনিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি চিপস কারখানা ৷ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে আগুন লাগার ঘটনা ঘটে ৷ এমনটাই দাবি করেছেন দমকল আধিকারিক ৷

ডানকুনিতে আগুনে ভস্মীভূত চিপস কারখানা

ডানকুনি, 6 জুন: ডানকুনিতে চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা কারখানা । ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন । মঙ্গলবার সকালে চাকুন্দিতে চিপস তৈরির কারখানায় আগুন লাগার ঘটনাটি ঘটে ।

জানা গিয়েছে, এ দিন সকালে কাজে এসে শ্রমিকরা হঠাৎই দেখে দাউদাউ করে জ্বলছে কারখানা । তারাই খবর দেয় পুলিশ ও দমকলকে । এই কারখানায় তৈরি করা প্রচুর চিপস মজুত রাখা ছিল । এছাড়াও কার্টুন, প্লাস্টিকের প্যাকেট-সহ দাহ্য পদার্থ মজুত ছিল সেখানে । চিপস কারখানায় মোট একশো জন শ্রমিক কাজ করেন । এতো পরিমাণের দাহ্য পদার্থ রাখা সত্বেও এখানে উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, খতিয়ে দেখছে দমকল । তবে হতাহতের কোন খবর নেই । সকালে আগুন লাগলেও শ্রমিকদের কোন ক্ষতি হয়নি । নাহলে আরও বড় ঘটনা ঘটতে পারত বলে আশংকা দমকলের ।

আরও পড়ুন: ডানকুনিতে দুটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

কারখানার এক শ্রমিক ভানু দাস বলেন, "আগুন লাগার খবর পেয়ে কারখানায় আসি । দমকলকে খবর দেওয়া হলেও তখন তারা আসেনি । কাঠের গুঁড়ো থাকে ওই গোডাউনে । দু'একদিনের মাল মজুত করে রাখা থাকে ৷ নাহলে কাজে সমস্যা হয় । পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছে । আগুন এখনও রয়েছে । চেষ্টা চলছে পুরোপুরি আগুন নেভানোর ।"

ডানকুনি দমকলের আধিকারিক এস রহমান বলেন, "উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের ঘটনা বারে বারে ঘটছে । উপযুক্ত জলের অভাবে আগুন নেভাতে সমস্যা হয় । জলের ব্যবস্থা করলেও সঠিক পরিমাণের জল পাওয়া যায় না । সেই কারণে আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে । ডানকুনিতে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কারখানা বা ওয়ারহাউসে অগ্নিনির্বাপক ব্যবস্থা ভালো নয় । তবে আজ বেশ খানিকক্ষণের চেষ্টায় তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করে । কাঠের গুঁড়ো ও প্যাকেজিং ব্যবস্থা বেশি থাকে বলে আগুন ভয়াবহতা বাড়ে । বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।"

আরও পড়ুন: ডানকুনিতে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন

প্রসঙ্গত, গত মাসে ডানকুনিতে প্ল্যাস্টিকের দুটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে । ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন । পার ডানকুনি এলাকায় দুটি ওয়ার হাউসে আগুন ধরে যায় । ওখানে নানা ধরনের প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হয় । প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্ত্বরে । ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে নিরাপত্তা কর্মীরা । প্রায় 6 ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনা হয় । ডানকুনি থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে । তবে এর আগেও মাঝে মধ্যেই ডানকুনির এই কারখানাগুলিতে আগুন লাগার ঘটনা ঘটে । বছর খানেক আগে আগুনের ফলে এক শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছিল । সচেতনতার অভাবে একাধিকবার এই কারখানা চত্ত্বরে আগুন লাগছে বলে ধারণা স্থানীয় প্রশাসনের ।

Last Updated :Jun 6, 2023, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.