ETV Bharat / state

চুরি যাওয়া টাকা ও ফোন উদ্ধার চন্দননগর কমিশনারেটের

author img

By

Published : Jan 5, 2021, 2:54 PM IST

ছবি
ছবি

শেষ ছয় মাসে সাইবার ফ্রড হওয়া লাখ টাকা ও চুরি যাওয়া ফোন উদ্ধার করে তা অভিযোগকারীদের হাতে ফিরিয়ে দিল চন্দননগর পুলিশ । পাশাপাশি সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন চন্দননগরের কমিশনার ।

চন্দননগর, 5 জানুয়ারি : শেষ ছয় মাসে সাইবার ফ্রড হওয়া লাখ খানেক টাকা উদ্ধার করল চন্দননগর পুলিশ । সেই সঙ্গে নভেম্বর ও ডিসেম্বর মাসে খোয়া যাওয়া এবং চুরি হওয়া ২৫৮ টি মোবাইল উদ্ধার করে চন্দননগর পুলিশের গোয়েন্দারা । উদ্ধার হওয়া মোবাইলগুলি অভিযোগকারীদের হাতে তুলে দেওয়া হয় ।

ঘটনার বিষয়ে চন্দননগর কমিশনার হুমায়ুন কবির বলেন, "এই সময়ে সাইবার ক্রাইম অনেক বেড়েছে গিয়েছে । পুলিশের পক্ষ থেকে জন-সাধারণকে সতর্ক করা হয়েছে । তা সত্ত্বেও সাইবার ক্রাইমের স্বীকার হচ্ছেন বহু মানুষ । গত ছয় মাসে ৮৬ লাখ ৭৫ হাজার টাকা সাইবার ফ্রডের অভিযোগ দায়ের হয়েছিল । তার মধ্যে ৬৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা গেছে । সাইবার ক্রাইম সেলের এসিপি মৌমিতা সেনের নেতৃত্বে অফিসাররা আইএমইআই নম্বর দিয়ে ট্র্যাক করে মোবাইল উদ্ধার করা হয়েছে । "

পাশাপাশি তিনি আরও বলেন, " বাস ও ট্রেন থেকে মোবাইল চুরি যায় । কিন্তু সাধারণ মানুষ সচেতন হলেই সাইবার ক্রাইম আটকানো যেতে পারে ।" একই সঙ্গে অচেনা নম্বরের মেসেজ এড়িয়ে চলার পরামর্শ দেন সিপি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.