ETV Bharat / state

লালচাঁদ খুনে গ্রেপ্তার আরও এক BJP কর্মী

author img

By

Published : Aug 24, 2019, 9:23 AM IST

Updated : Aug 24, 2019, 10:42 AM IST

গোঘাটের নকুণ্ডা এলাকার তৃণমূল কর্মী লালচাঁদ খুনের ঘটনায় মূল অভিযুক্ত BJP কর্মী বিশ্বজিৎ মালিককে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ । তৃণমূল কর্মী খুনের ঘটনার প্রায় একমাস পর বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার খাতরা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ধৃত BJP কর্মী

গোঘাট, 24 অগাস্ট : গোঘাটের নকুণ্ডা এলাকার তৃণমূল কর্মী লালচাঁদ খুনের ঘটনায় মূল অভিযুক্ত BJP কর্মী বিশ্বজিৎ মালিককে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ । গতকাল আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

22 জুলাই রাতে বাড়ি ফেরার পথে সাইকেল থেকে নামিয়ে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী লালচাঁদ বাগকে । আর সেই খুনের ঘটনায় এবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । তৃণমূল কর্মী খুনের ঘটনার প্রায় একমাস পর বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার খাতরা থেকে বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি নকুণ্ডা গ্রামেই ৷ তিনি ওই এলাকার BJP-র একজন কার্যকর্তা ৷ তাঁকে এতদিন পুলিশ খুঁজছিল ৷ অভিযোগ, তৃণমূল কর্মী লালচাঁদ বাগের খুনের ঘটনায় তারই মদত ছিল ৷

আরও পড়ুন : গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, আটক 6 BJP কর্মী

গতকাল ধৃত BJP কর্মীকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় ৷ গোঘাটের তৃণমূলকর্মীকে খুনের ঘটনায় এখনও পযন্ত মোট 10 জন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের গোঘাট ব্লক সভাপতি নারায়ণ পাঁজা বলেন, "BJP-ই আমাদের কর্মীদের খুন করেছে ৷ আর এই ঘটনাকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অপপ্রচার করছে ৷ আগে যারা CPI(M)-র হার্মাদ ছিল, তারাই এখন BJP-র জামা গায়ে দিয়ে তৃণমূল কর্মীদের খুন করছে ৷"

যদিও BJP-র আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই তৃণমূল কর্মী খুন হন ৷ কিন্তু BJP-র উপর দোষ চাপিয়ে দলের কার্যকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে ৷ আইন আইনের পথেই চলবে ৷ সেটা আমরা জানি ৷ খুনের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করবে সেটাই বাস্তব ৷ লালচাঁদ বাগের খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পুলিশ অতিসক্রিয় ভূমিকা পালন করছে ৷ অথচ, আমাদের দলীয় কার্যকর্তা কাশীনাথ ঘোষের খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারল না পুলিশ ৷ পুলিশ যত খুশি পক্ষপাতিত্ব করুক, BJP তাদের পথ খুঁজে নেবে ৷"

শুনুন BJP নেতার বক্তব্য
Intro:Body:গোঘাটের নকুন্ডা এলাকার তৃণমূল নেতা লাল চাঁদ খুনের ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ মালিক কে গ্রেপ্তার করলো গোঘাট থানার পুলিশ।আজ আরামবাগ মুহুকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য যে, গত ২২ জুলাই রাতে বাড়ি ফেরার পথে সাইকেল থেকে নামিয়ে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী লালচাঁদ বাগ কে।আর সেই খুনের ঘটনায় এবারে মূল অভিযুক্ত কেই গ্রেপ্তার করে পুলিশ।

খুনের ঘটনার প্রায় এক মাস পর বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার খাতরা থেকে তাকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশ্বজিত মালিক। তার বাড়ি নকুন্ডা গ্রামেই। তিনি এই এলাকার বিজেপির একজন কার্যকর্তা। তাকে এত দিন পুলিশ খুঁজে বেড়াচ্ছিল।অবশেষে দীর্ঘ একমাস পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ।অভিযোগ যে,তৃণমূলের কর্মী লালচাঁদ বাগের খুনের ঘটনায় তারই মদত ছিল। এছাড়াও তাকেই মূল অভিযুক্তের তালিকায় রাখা হয়। এদিকে শুক্রবার ধৃত বিজেপির এই কার্য কর্তা কে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।যদিও ধৃত বিজেপির এই নেতা বিশ্বজিত মালিক কে জিজ্ঞাসা করা হলেও তিনি কোন প্রশ্নেরই উত্তর দেন নি।এখনো পযন্ত এই খুনের ঘটনায় মোট দশ জন বিজেপি কর্মী কে গ্রেপ্তার করা হয়েছে।

বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধের ফলেই ওই তৃণমূল কর্মী খুন হয়।কিন্তু বিজেপির উপর দোষ চাপিয়ে বিজেপি কার্যকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে।পুলিশ পুলিশের কাজ করবে। আইন আইনের পথেই চলবে।সেটা আমরা জানি। খুনের ঘটনায় অভিযুক্ত কে পুলিশ গ্রেপ্তার করবে সেটাই বাস্তব।লালচাঁদ বাগের খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করছে কিন্তু আমাদের কার্যকর্তা কাশিনাথ ঘোষ খুনের ঘটনায় পুলিশ এখনও তো কাউকেই গ্রেপ্তার করতে পারল না।এটা তো পক্ষপাতিত্ব করছে পুলিশ।ঠিক আছে,পুলিশ যত খুশি পক্ষ পাতিত্ব করুক।বিজেপি তাদের পথ খুঁজে নেবে।

তৃণমূল কংগ্রেসের গোঘাট ব্লক সভাপতি নারায়ণ পাঁজা বলেন বিজেপি ই আমাদের কর্মীদের খুন করেছে।বিজেপি আমাদের গোষ্ঠীদ্বন্দ বলে অপপ্রচার করছে।আগে যারা সিপিএমের হার্মাদ ছিল তারাই এখন বিজেপির জামা গায়ে দিয়ে তৃণমূল কর্মীদের খুন করেছে।প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করছে।ইতি মধ্যেই বিজেপির আট জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।



wb_hgl_01_goghat_bjp_arrested_copi_10007

B_1_বিমান ঘোষ (বিজেপি)
B_2_নারায়ণ পাঁজা(তৃণমূল ব্লক সভাপতি)Conclusion:
Last Updated : Aug 24, 2019, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.