ETV Bharat / state

Chinsurah TMC MLA: চুঁচুড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেলাজুড়ে বিক্ষোভ বিজেপি'র

author img

By

Published : Aug 6, 2022, 4:46 PM IST

Chinsurah TMC MLA
চুঁচুড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেলাজুড়ে বিক্ষোভ বিজেপির

শুক্রবার সন্ধ্যায় মূল ঘটনাটি ঘটেছিল চুঁচুড়ার খাদিনামোড় এলাকায় ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল পার্টি অফিস থেকে দলীয় কর্মীদের নিয়ে এসে তাদের কর্মীদের উপর চড়াও হন এলাকার বিধায়ক অসিত মজুমদার ৷ লাঠিপেটা করা হয় বিজেপি সমর্থকদের ৷ এর প্রতিবাদেই শনিবার জেলাজুড়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির (BJP protest against Chinsurah MLA Asit Majumdar in Hoogly) ৷

চুঁচুড়া, 6 অগস্ট: বিজেপি কর্মীদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছিল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে ৷ শুক্রবার সন্ধ্যার ওই ঘটনার প্রতিবাদে শনিবার জেলাজুড়ে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছে বিজেপি (BJP protest against Chinsurah MLA Asit Majumdar in Hoogly) ৷ শুক্রবার রাত থেকেই এই বিক্ষোভে নেমেছিলেন বিজেপি সমর্থকরা ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ চলাকালীনও তাদের উপর হামলা হয় ৷ রাতে হামলা চালানো হয় বিজেপি সমর্থকদের বাড়ি ও পার্টি অফিসে ৷ ঘটনায় বেশকয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মূল ঘটনাটি ঘটেছিল চুঁচুড়ার খাদিনামোড় এলাকায় ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল পার্টি অফিস থেকে দলীয় কর্মীদের নিয়ে এসে তাদের কর্মীদের উপর চড়াও হন এলাকার বিধায়ক অসিত মজুমদার ৷ তিনি নিজে লাঠিপেটা করেন, চড় মারেন বেশকয়েকজন বিজেপি সমর্থককে ৷ পদ্ম শিবিরের অভিযোগ, উলটে তাদের 4 সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ ৷

চুঁচুড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেলাজুড়ে বিক্ষোভ বিজেপির

আরও পড়ুন: বিজেপি কর্মীদের লাঠিপেটা করলেন তৃণমূল বিধায়ক !

এর প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলার চুঁচুড়া বিধানসভা বাদ দিয়ে অন্যান্য জায়গায় এদিন সকাল থেকেই বিক্ষোভ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা । পাণ্ডুয়া, বলাগর, চন্দননগর, ভদ্রেশ্বর-সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ চলে । পরে পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয় ৷ গোটা ঘটনায় টুইট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পালটা তোপ দেগেছেন অসিত মজুমদারও ৷ তিনি শুভেন্দুকে মীরজাফরের চেয়েও বিপজ্জনক বলে কটাক্ষ করেছেন ৷ বলেছেন, "ওঁর কাছে থেকে জ্ঞান শিখতে যাব না । আমাদের মা-বাবা শিখিয়েছে । আমাদের দলের একটি মেয়ে মারামারিতে জড়িয়ে পড়েছিল আমি সরিয়ে দিয়েছি । শুভেন্দু অধিকারী মা-বোনকে সম্মান দিতে শিখুক আগে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.