ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়

author img

By

Published : Jul 3, 2020, 3:40 PM IST

Updated : Jul 4, 2020, 5:42 AM IST

লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায়

গত সপ্তাহ থেকেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন তিনি । রয়েছেন সেলফ আইসোলেশনে ।

চুঁচুড়া, 3 জুলাই : কোরোনায় আক্রান্ত হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি । কোরোনায় সংক্রমিত হওয়ার কথা আজ নিজেই টুইটে জানান ।

গত সপ্তাহ থেকেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন লকেট চট্টোপাধ্যায় । রয়েছেন সেলফ আইসোলেশনে । কিছুদিন আগে চিকিৎসকদের পরামর্শ মতো লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠান লকেট । আজ সকালে রিপোর্ট আসে । দেখা যায় তিনি কোরোনায় আক্রান্ত । টুইটে বিষয়টি জানিয়ে আজ লকেট লিখেছেন, "আজ আমার কোরোনার পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এক সপ্তাহ থেকে হালকা জ্বর রয়েছে । সেলফ আইসোলেশনে ছিলাম ।"

  • I have tested postive for Covid19 this morning, having mild fever and was in self-isolation for the past one week. I will keep everyone posted. All is well.

    — Locket Chatterjee (@me_locket) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকেট চট্টোপাধ্যায় এক সপ্তাহ বাড়িতে থাকলেও শেষ ক'দিন তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তার খোঁজ চলছে । তাঁদেরও কোয়ারানটিনে থাকতে বলা হতে পারে । এছাড়াও লকেটের পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখা হয়েছে ।

তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

  • Praying before god @me_locket ,M.P. get well soon

    — Kalyan Banerjee (@KBanerjee_AITC) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, এই প্রথম রাজ্য BJP-র কোনও সদস্য কোরোনায় আক্রান্ত হলেন । এর আগে তৃণমূলের বেশ কয়েকজনের শরীরে সংক্রমণ ধরা পড়ে । মৃত্যুও হয় ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের । তিনি ভরতি ছিলেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে । তাঁর পাশাপাশি কোরোনা আক্রান্ত হন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু । যদিও চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ফেরেন ।

সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন সোদপুরের বিধায়ক নির্মল ঘোষ । তিনিও কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে ফেরেন ।

Last Updated :Jul 4, 2020, 5:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.