ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : কড়া নিরাপত্তায় শ্রীরামপুরের 25নং ওয়ার্ডের 7নং বুথে পুনর্নির্বাচন

author img

By

Published : Mar 1, 2022, 2:27 PM IST

Bengal Civic Polls 2022 Re Election in Ward No 25 of Sreerampur
Bengal Civic Polls 2022 Re Election in Ward No 25 of Sreerampur

শ্রীরামপুরের 25নং ওয়ার্ডের 7নং বুথে পুনর্নির্বাচন (Re Election in Ward No 25 of Sreerampur) ৷ কড়া পুলিশি নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে ৷ সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণ আবহে ভোট দিচ্ছেন ৷

শ্রীরামপুর, 1 মার্চ : শ্রীরামপুরে 25নং ওয়ার্ডের 7নং বুথে পুনর্নির্বাচন (Re Election in Ward No 25 of Sreerampur) ৷ আজ শ্রীরামপুরের মাহেশ যুবকিশোর সংঘে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ সকাল 7টা থেকে ভোটাররা লাইন দিয়ে ভোট দিচ্ছেন ৷ কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট চলছে বলে জানা গিয়েছে ৷ ওই বুথে ছাপ্পা ভোট হওয়ার অভিযোগ উঠেছিল ৷ এমনকি অনেক অসঙ্গতিও নাকি পাওয়া গিয়েছে ভোটের পর ৷ তাই রাজ্য নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে (Bengal Civic Polls 2022) ৷

শ্রীরামপুর পৌরসভার 25নং ওয়ার্ডের 7নং বুথে ভোটার সংখ্যা 952 জন ৷ অভিযোগ, ওই বুথে নাকি মোট ভোটারের থেকে অনেক বেশি ভোট পড়েছিল ৷ যার পরে নির্বাচন কমিশন ওই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে ৷ নির্বাচনকে কেন্দ্র করে 7নং বুথে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বুথের আশেপাশে সব রাস্তা ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে ৷ কেবল প্রবেশ এবং বেরনোর জন্য নির্দিষ্ট রাস্তা খুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : রাতে কোন্নগরে আক্রান্ত বিজেপি প্রার্থী, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

এ নিয়ে তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা দাস জানান, ভোট শান্তিপূর্ণ হচ্ছে ৷ বিজেপি প্রার্থী রিঙ্কু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগের দিন দেদার ছাপ্পা ভোট পড়েছিল ৷’’ তবে, অনেক বুথেই ছাপ্পা পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ কিন্তু, মাত্র একটি বুথে পুনরায় ভোট হচ্ছে ৷ তিনি অভিযোগ করেছেন প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে ৷ অন্যদিকে, গত দু’বারের কাউন্সিলর তথা বাম প্রার্থী ভারতী সেন অভিযোগ করেন প্রচুর ছাপ্পা ভোট পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.