ETV Bharat / state

Ballot Papers Found: পঞ্চায়েত ভোটের ব্যালট উদ্ধার পাণ্ডুয়ায়, শুরু রাজনৈতিক তরজা

author img

By

Published : Jul 17, 2023, 9:52 PM IST

এবার হুগলির পাণ্ডুয়ার বৈঁচিগ্রামে উদ্ধার হল পঞ্চায়েত ভোটের ব্যালট ৷ বিরোধীরা তৃণমূলের পাশাপাশি রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ৷

ETV Bharat
পাণ্ডুয়ায় উদ্ধার ব্যালট পেপার

পঞ্চায়েত ভোটের ব্যালট উদ্ধার পাণ্ডুয়ায়

পাণ্ডুয়া, 17 জুলাই: পঞ্চায়েত ভোটপর্ব শেষ, ফলও প্রকাশ হয়ে গিয়েছে ৷ তবে এখনও নানা জেলা থেকে কখনও রাস্তায় কখনও বা গণনাকেন্দ্রের বাইরে থেকে মিলছে ব্যালট পেপার ৷ এবার একই ধরনের ঘটনা ঘটল হুগলির পাণ্ডুয়ায় ৷ এই ঘটনায় শাসক থেকে বিরোধী সকলেই রিটার্নিং অফিসার অর্থ্যাৎ পাণ্ডুয়া বিডিও বিরুদ্ধে অভিযোগ তুলেছে । তৃণমূলের দিকেও অবশ্য অভিযোগের তির বিরোধীদের ৷

পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈঁচিগ্রামের একটি বেসরকারি কলেজে ৷ সোমবার সকালে ওই কলেজের পিছনে ব্যালট ছড়িয়ে পরে থাকতে দেখা যায় ৷ তা নিয়েই উত্তেজনা ছড়ায় । দেখা যায় পাণ্ডুয়ার বাঁটিকা বৈচি পঞ্চায়েতে 7 নম্বর সমিতির আসনের ব্যালট পড়ে আছে ৷ এতেই প্রশানসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ এমনকি পাণ্ডুয়া তৃণমূলের কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ সরাসরি পাণ্ডুয়ার রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তোলেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডুয়া থানার পুলিশ । পরে পাণ্ডুয়ার জয়েন্ট বিডিও দিব্যেন্দু সেনগুপ্ত ওই ব্যালট পেপার উদ্ধার করে নিয়ে আসেন । ঘটনার তদন্ত হবে বলে তিনি জানান ।

এদিন উদ্ধার হওয়া ব্যালটগুলিতে সিপিএম এবং বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সিপিএম এবং বিজেপির নেতা-কর্মীরা । সিপিএমের প্রদীপ সাহা অভিযোগ করেন, গোটা রাজ্যের মত পান্ডুয়াতেও ব্যালট পালটে দেওয়া হয়েছে । সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের তিনটে স্তরের ব্যালট এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃনমূল । যারা কাগজ কুড়োতে আসে তারা বেশকিছু ব্যালট নিয়ে গিয়েছে । যিনি এই ব্যালটের দায়িত্বে ছিলেন তাঁকেই দায়িত্ব নিতে হবে ।

বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন,"গণতন্ত্রকে হত্যা করে মাটিতে শুয়েই দিয়েছে । মানুষকে হত্যা করার পর দেহগুলিকে কুড়োতে এসেছে । এই ঘটনা রাজ্য জুড়ে ঘটেছে এই ভোট আমরা মানিনি । এই পরীক্ষার খাতা তৃণমূল দেখেছে তারাই নম্বর দিয়েছে । এই লুটের বিরুদ্ধে আগামী লোকসভায় মানুষ জবাব দেবে । ব্যালট পেপার চেঞ্জ করে দিয়েছে । এজেন্ট না থাকা সত্ত্বেও গণনা শুরু করা হয়েছে। নবান্ন থেকে বিডিওদের নির্দেশ গিয়েছে তৃণমূল কংগ্রেসকে জেতা হবে । আমরা বিডিও ও নির্বাচন কমিশনকে অভিযোগ জানাব ।" অন্যদিকে, পাণ্ডুয়া তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের দাবি, এটা সম্পূর্ণ রিটার্নিং অফিসারের দায়ভার । উনি ফেলে দিয়েছেন না বাইরে রেখেছেন এটা তাঁর দায় । তদন্ত হলে পরিষ্কার হবে কে দোষী । উনি ষড়যন্ত্র করে সিপিএম কে জেতানোর দায়িত্ব নিয়েছেন ।

আরও পড়ুন: সরকার ফেলতে চাইছে না বিজেপি, আচমকাই সুর বদল সুকান্তর

উল্লেখ্য, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে থাকা ব্যালট উদ্ধার হয় । হুগলির জাঙ্গীপাড়ায় ব্যালট উদ্ধার নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে । রিটার্নিং অফিসারকে ডেকে জবাব তলাব করেছে কলকাতা হাইকোর্ট ৷ বিরোধীদের অভিযোগ ভোটের নামে প্রহসন হয়েছে, গণনাতে কারচুপি হয়েছে তারই প্রমাণ এই ভাবে ভোট গণনা কেন্দ্রের আশেপাশে ছাপমারা ব্যালট উদ্ধার হওয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.