ETV Bharat / state

Online Payment Fraud : অনলাইন পেমেন্টের নামে দোকানদারের সঙ্গে জালিয়াতি 3 যুবকের

author img

By

Published : May 21, 2022, 10:58 AM IST

Uttarpara Crime News
দোকানদারের সঙ্গে জালিয়াতি 3 যুবকের

উত্তরপাড়ার এক দোকান ব্যবসায়ীর থেকে জিনিস কিনে প্রায় 8 হাজার টাকা না মেটানোর অভিযোগ উঠেছে ওই তিন জালিয়াতের বিরুদ্ধে (Uttarpara Online Payment Fraud) ৷

উত্তরপাড়া, 21 মে : অনলাইন পেমেন্টের নাম করে প্রতারণা ৷ ক্রেতা সেজে এক দোকানদারকে প্রতারণার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে (Uttarpara Online Payment Fraud) ৷ জালিয়াতির অঙ্ক প্রায় 8 হাজার টাকা ৷

জানা গিয়েছে, উত্তরপাড়া পুরোহিত লেনের বাসিন্দা উৎপল ঘোষের জেকে স্ট্রিটে একটি স্টেশনারি দোকান আছে । বৃহস্পতিবার বিকালে তিন যুবক তাঁর দোকানে এসে আট হাজার চারশো টাকার জিনিস কেনে । এরপর টাকা দেওয়ার সময় তারা অনলাইন পেমেন্টের কথা জানায় ৷

উত্তরপাড়ায় দোকানদারের সঙ্গে জালিয়াতি 3 যুবকের

আরও পড়ুন : ধরে পড়ার কয়েক ঘণ্টার মধ্য়েই জামিন সরকারি টাকা তছরূপে অভিযুক্তদের

কিন্তু উৎপলবাবুর অভিযোগ, তাঁর অ্যাকাউন্টে টাকা যায়নি ৷ তিনি জানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এলেও ওই তিন যুবক তাঁকে নিজেদের মোবাইল দেখিয়ে জানায় টাকা পাঠানো হয়ে গিয়েছে ৷ উৎপল ঘোষের হোয়াটসঅ্যাপ নম্বরে তারা একটি মেসেজও পাঠায় ৷ এরপর তারা সেখান থেকে চলে যায় ৷ উৎপল ঘোষ জানিয়েছেন, এরপর তিনি দেখেন কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ থেকে সেই মেসেজও মুছে দেওয়া হয়েছে ৷ এরপরেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানান উৎপল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.