ETV Bharat / state

Flood Victims Protest : মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পরই আরামবাগে বন্যা দুর্গতদের বিক্ষোভ

author img

By

Published : Oct 2, 2021, 9:03 PM IST

শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যকে না-জানিয়ে জল ছাড়াকে খুব বড় ক্রাইম বলে মন্তব্য করেন তিনি ৷ এর প্রতিবাদ জানিয়ে চিঠি লেখার কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷

Flood Victims Protest
মুখ্যমন্ত্রী যাওয়ার পরই আরামবাগে বন্যা দুর্গতদের বিক্ষোভ

আরামবাগ, 2 অক্টোবর : রবিবার আকাশপথে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা-কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরামবাগের কালীপুরের হোরপুরে জলে দাঁড়িয়ে দূর থেকেই বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি ৷ বন্যা দুর্গতদের আশ্বস্ত করার পাশাপাশি রাজ্য সরকারকে না-জানিয়েই জল ছাড়ায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন আরামবাগের পল্লীশ্রীর বাসিন্দারা ৷

মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখান বন্যা দুর্গতরা ৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীকে দুরাবস্থার কথা জানবেন বলে দাঁড়িয়েছিলেন ৷ তাঁদের বাড়ি ভেসে গিয়েছে ৷ খাওয়ার কোনও সংস্থান নেই। মাথা গোঁজার ঠাঁই নেই ৷ ঘরের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন বলে অনেক আশা নিয়ে এসেছিলেন ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন বলে ভেবেছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার আগেই তাঁদের আটকে দেয় পুলিশ ৷ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেওয়া হয়নি। গ্রামবাসীরা তাঁদের দুর্দশার কথা বলার সুযোগ না-পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ৷

আরামবাগের পল্লীশ্রীতে হেলিপ্যাডে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশেই হোরপুরে গিয়ে বন্যা পরিদর্শন করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক ও সাংসদ ৷ ছিলেন জেলা প্রশাসনের আধিকারীকরাও ৷ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘‘আমাদের একটু জায়গা দিয়ে বাড়ি করে দিতে হবে। আমাদের এতোগুলো মানুষের কিছু নেই ৷ পার্টি আছে, কিন্তু আমরা কী খাচ্ছি, কেউ দেখার নেই ৷ একজন শুভাকাঙ্খী মানুষ দু'বেলা খাওয়াচ্ছেন ও পাশে এসে দাঁড়িয়েছেন। আর দিদি এখানে এসেও একবার দেখলেন না ৷ টাটা করে চলে গেলেন ৷’’

মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পরই আরামবাগে বন্যা দুর্গতদের বিক্ষোভ

আরও পড়ুন : সব টাকা জলেই চলে যাচ্ছে, বন্যা পরির্দশনে গিয়ে মন্তব্য মমতার

আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, "একদিনে সব হবে না ৷ আমরা তো আর ঈশ্বর বা আল্লা নই ৷ আমরাও মানুষ ৷ সব আস্তে আস্তে করব।" ডিভিসির জল ছাড়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন স্থানীয় সাংসদ ৷ প্রয়োজনে এফআইআর করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.