ETV Bharat / state

Abhishek Banerjee: রুজিরাকে ইডির নোটিশে ক্ষুব্ধ অভিষেক, সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় সংস্থার উদ্দেশে

author img

By

Published : Jun 5, 2023, 11:03 PM IST

Updated : Jun 6, 2023, 7:07 AM IST

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামীদিনে দিল্লির পরিবর্তনের চাকা ঘুরবে এই রাজ্য থেকে মন্তব্য অভিষেকের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ ৷

কামারকুণ্ডু, 5 জুন: স্ত্রীকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আর তারপরই ফের একবার ইডির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নবজোয়ার কর্মসূচি থেকে অভিষেক হুঙ্কার ছেড়ে বলেন, "মাথা নত করব না ৷ তাতে আমাকে গ্রেফতার করলে করুক ৷"

সোমবার কলকাতা বিমানবন্দরে আটকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ অভিযোগ, রুজিরার নামে ইডির লুক আউট নোটিশ জারি থাকার জেরেই তাঁকে আটকায় অভিবাসন দফতরের আধিকারিকরা ৷ এর কিছুক্ষণের মধ্যেই রুজিরাকে নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নোটিশও পাঠায় ইডি ৷ আর এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, "চ্যালেঞ্জ করছি, কিছু করতে পারবে না। বিজেপি সিবিআই, ইডিকে ব্যবহার করে এসব করছে ৷" একই সঙ্গে তাঁর অভিযোগ, নবজোয়ার যাত্রার মাঝেই বারবার ব্যাঘাত দেওয়ার জন্যই এই রকম তলব করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার তরফে ৷

হুগলির জাঙ্গিপাড়া থেকে সিঙ্গুরে জনসংযোগ যাত্রায় এসে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন অভিষেক। এদিন রুজিরা ইস্যুতে অভিষেক এবং তাঁর স্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই সিঙ্গুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, "শুভেন্দু অধিকারীর পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। সবসময় মিথ্যা কথা বলেন। আমার স্ত্রী নাকি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছে ! আমি চ্যালেঞ্জ করছি, এক গ্রাম সোনাও বের করে দেখান ৷" এর সঙ্গেই, এদিন ফের একবার অভিষেক জানিয়েছেন, শুভেন্দু অধিকারী নাম উহ্য রেখে কথা বলেন ৷ সরাসরি তাঁর নাম করে বললে মানহানির মামলা করতেন অভিষেক। তিনি বলেন, "সিসি ক্যামেরা রয়েছে বিমানবন্দরে, সেখান থেকেই তো প্রমাণ হয়ে যাবে। তাহলে ব্যবস্থা নিচ্ছে না কেন ?"

এর সঙ্গেই অভিযোগের সুরে অভিষেক জানান, বিজেপির বিরুদ্ধে তিনি লড়াই করছেন বলেই তাঁকে ধমকে চমকে আটকানোর চেষ্টা চলছে ৷ এই জনজোয়ার যাত্রাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। অভিষেক বলেন, "কীভাবে আটকানো যায় সেই চেষ্টা চলছে সবসময়! বিজেপির ক্ষমতা নেই আমাকে আটকাবে। আমরা মানুষের জনসমর্থনকে নিয়ে লড়াই করি। আমার সঙ্গে লড়াই করে পারছেন না, তাই স্ত্রী, সন্তানদের ডাকছে। যারা বিভিন্ন চুরিতে অভিযুক্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, যাদের টিভির ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে, নির্লজ্জভাবে মেরুদণ্ড বিক্রি করে দিল্লি নেতাদের কাছে পদলেহন করে বিজেপিতে যোগদান করেছে।" তিনি বলেন, "অমিত শাহ এবং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। যদি ক্ষমতা থাকে গ্রেফতার করুক। আমি মাথা নত করব না। তারপরেও আমার সঙ্গে লড়াই করতে পারছেন না। নতি স্বীকার আমি বিগত দিনেও করিনি, করবও না। আমাদের মেরুদন্ড সোজা। আমাদের যদি প্রয়োজন হয় সাধারণ মানুষের কাছে নতি স্বীকার করব।" ভয় দেখিয়ে ধামাচাপা দিয়ে রাখা যাবে না বলেও এদিন সরাসরি দাবি করেন অভিষেক ৷

আরও পড়ুন: বিদেশযাত্রায় বাধা দিয়ে রুজিরাকে ইডির নোটিশ দেওয়াকে অমানবিক বললেন মুখ্যমন্ত্রী

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, গত 40 দিন মাঠে-ময়দানে পড়ে রয়েছেন তিনি ৷ আর সে কারণে বিজেপির মাটির পায়ের তলার মাটি সরে গিয়েছে। আর তার জেরেই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে বিজেপি ৷ তাঁর কথায়, "বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। আগামী দিনও দিল্লির পরিবর্তনের চাকা এই রাজ্য থেকে ঘুরবে।"

Last Updated :Jun 6, 2023, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.