ETV Bharat / state

Jagadhatri Puja 2022: 50তম বর্ষে দৈবকপাড়া জগদ্ধাত্রী পুজোর থিম ‘উদযাপন’, গাছের মণ্ডপসজ্জায় অভিনবত্ব

author img

By

Published : Oct 31, 2022, 5:51 PM IST

50 বছরে পড়ল চন্দননগরের দৈবকপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো ৷ আর 50 বছর উপলক্ষে উদ্যোক্তাদের এ বারের পুজোর থিম ‘উদযাপন’ (50 Years of Daibakpara Jagadhatri Puja) ৷ যেখানে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে, মৃত গাছ ৷ যার শুকনো ডাল থেকে শুরু করে শিকড় সবকিছুকে জ্বালানি হিসাবে ব্যবহারের বদলে এক অন্য রূপ দেওয়া হয়েছে ৷

50 Years of Daibakpara Jagadhatri Puja in Chandannagar Theme is Udyapan
50 Years of Daibakpara Jagadhatri Puja in Chandannagar Theme is Udyapan

চন্দননগর, 31 অক্টোবর: মরা গাছের বিভিন্ন অংশ দিয়ে মণ্ডপসজ্জা ৷ চন্দনগরের দৈবকপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তারা এমনটাই করে দেখিয়েছেন ৷ 50 বছর পূর্তিতে দৈবকপাড়া জগদ্ধাত্রী পুজোর এ বারের থিম ‘উদযাপন’ (50 Years of Daibakpara Jagadhatri Puja) ৷ উদ্যোক্তারা জানাচ্ছেন, মণ্ডপের ভিতরে ঢুকলেই দর্শনার্থীরা উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ উপভোগ করবেন ৷ যেখানে দেবীকে এ বছর রাজবেশে সাজিয়েছেন উদ্যোক্তারা ৷

চন্দননগরের প্রায় সমস্ত জগদ্ধাত্রীর (Jagadhatri Puja 2022) প্রতিমা ডাকের সাজের সাবেকি মূর্তি ৷ কিন্তু দৈবকপাড়া সর্বজনীনের পুজো হয় থিম নির্ভর ৷ প্রতিবারই উদ্যোক্তারা কোনও না কোনও ভাবনা তুলে ধরেন মণ্ডপসজ্জার মাধ্যমে ৷ এ বার এই পুজো 50 বছর পূর্ণ করেছে ৷ সেই উপলক্ষে এ বছর তাদের থিম ‘উদযাপন’ ৷ যেখানে নতুনকে উদযাপন করার বার্তা দিয়েছেন উদ্যোক্তারা ৷ পাশাপাশি পরিবেশ বান্ধব পুজো হিসাবে প্লাস্টিক, থার্মোকল বা সেই জাতীয় কোনও বস্তু ব্যবহার করা হয়নি এ বছর ৷ মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন মৃত গাছ ৷ অর্থাৎ গাছের ডালপালা, কান্ড, শিকড় এমনকী শুকনো পাতা ৷

50তম বর্ষে দৈবকপাড়া জগদ্ধাত্রী পুজোর থিম ‘উদযাপন’

আরও পড়ুন: আলোর শহরে আলো নিভিয়ে প্রতিবাদ জগদ্ধাত্রী পুজো কমিটির

এ নিয়ে পুজো কমিটির সম্পাদক অমিত ঘোষ জানান, তাঁরা 50 বছর পূর্তিতে নতুনকে উদযাপন করছেন ৷ আর তাই মৃত গাছগুলিকে জ্বালানিতে ব্যবহার না করে তাদের নতুন রূপ দেওয়া হয়েছে ৷ আর নতুনকে উদযাপনের বার্তা রয়েছে দৈবকপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্রতিমাতেও ৷ উদ্যোক্তাদের এই থিম মনে ধরেছে দর্শনার্থীদেরও ৷ সেই সঙ্গে আলোর ব্যবহার আরও বেশি করে আকর্ষিত করছে তাঁদের ৷ তাই দৈবকপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর এই ‘উদযাপনে’র স্মৃতি ক্যামেরাবন্দিও করে রাখছেন দর্শনার্থীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.