ETV Bharat / state

Baidyabati Ganga Erosion: গঙ্গার ভাঙনে 10টি বাড়িতে ফাটল, আতঙ্কে বৈদ্যবাটির রাজবংশীপাড়া

author img

By

Published : Aug 9, 2023, 11:57 AM IST

বাড়ছে ভাঙন ৷ ধীরে ধীরে গঙ্গার গ্রাসে চলে যেতে বসেছে বৈদ্যবাটি পৌরসভার 16 নং ওয়ার্ডের রাজবংশীপাড়ার বেশ কয়েকটি বাড়ি ৷

Etv Bharat
বৈদ্যবাটিতে গঙ্গা ভাঙন

বৈদ্যবাটিতে গঙ্গা ভাঙনে আতঙ্কিত রাজবংশীপাড়া

বৈদ্যবাটি, 9 অগস্ট: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, আতঙ্কিত এলাকার মানুষজন । দিনের পর দিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বৈদ্যবাটিতে । হুগলির বৈদ্যবাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের রাজবংশীপাড়ায় প্রায় কয়েকশো পরিবার বাস করে । তার মধ্যে ভাঙনের ফলে ফাটল দেখা দিয়েছে দশটি বাড়িতে । যে কোনও সময় তলিয়ে যেতে পারে বাড়িগুলি । কয়েকবছর আগে থেকে গঙ্গার পাড় ভাঙছিল । বেশ কিছু দিন যাবৎ ভাঙনে গ্রাস করছে রাজবংশীপাড়া।

অধিকাংশ পরিবার মৎস্যজীবী । গঙ্গার মাছ ধরেই দিনগুজরান হয় তাদের । গঙ্গায় বান এলেই জল বেড়ে প্লাবিত হচ্ছে এই অঞ্চল । গঙ্গার পাড় ভাঙনের ফলে একাধিক বাড়ি ও গঙ্গার পাড়ে থাকা বড় বড় গাছও তলিয়ে যাচ্ছে । ধীরে ধীরে বিপদজনক পরিস্থিতি তৈরি হয়েছে এখানে । তাতেও ঝুঁকি নিয়ে বাস করতে হচ্ছে কয়েকশো মানুষকে । বসত বাড়ি কোথায় যাবে তারা ৷ অভিযোগ, স্থানীয় বিধায়ক থেকে প্রশাসনের লোকজন দেখে গেলেও এখনও সমস্যার সমাধান হয়নি ।যদি এখনও কোনও ব্যবস্থা না নেওয়া হয় অদূরে তলিয়ে যাবে গোটা পাড়া । থাকবে না কোনও কিছুর অস্তিত্ব । এতেই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের । যদিও পৌরসভা বারবার আশ্বাস দিচ্ছে । কবে এই ভাঙন রোধের জন্য ব্যবস্থা করবে প্রশাসন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ ।

স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ মল্লিক বলেন, "আমরা মৎস্যজীবী । দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করি । গঙ্গায় বান এলে শুধু বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় না, নৌকারও ক্ষতি হয় । কিন্তু যেভাবে গঙ্গায় ভাঙন শুরু হয়েছে তাতে আমাদের থাকা দুর্বিষহ হয়ে উঠেছে ৷ গঙ্গা ভাঙনের জেরে প্রায় 20-25 ফুট নিচে চলে গিয়েছে । যে পাড়গুলি বাঁধানো হয়েছিল সেগুলো ভেঙে গিয়েছে । পৌরসভার চেয়ারম্যান এসেছিল । কিন্তু কাজ হবে কি না, কিছুই বলতে পারছি না । দু'তিন বছর ধরে অনেকবার এল । কিন্তু কোনও কিছুই কাজ হয়নি । আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা হোক । জলের ধারে যারা থাকে তারাই বেশি ভয়ে রয়েছে ।"

পুরপ্রধান পিন্টু মাহাতোর কথায়, "পার্শ্ববর্তী যে ঘাটগুলি রয়েছে সেগুলি গঙ্গার গ্রাসে তলিয়ে যায় । তখন আমরা পৌরসভা ও বিধায়ক মিলে সেচ দফতর এবং কেএমডিএকে চিঠি দিই । তারা ইঞ্জিনিয়ার পাঠিয়ে এলাকা পরিদর্শন করে গেলেও কাজের কাজ কিছুই হয়নি । এখন যা অবস্থা তাতে অস্থায়ীভাবে রোধ করা না গেলে 6-7টি বাড়ি ও মাঠ যে কোনও সময় গঙ্গায় তলিয়ে যেতে পারে । যত দ্রুত সম্ভব ওই জায়গাটিকে বাঁশ, ইট দিয়ে যাতে ভাঙন রোধ করা যায় তার ব্যবস্থা করছি । আমি ও বিধায়ক অরিন্দম গুঁই মিলে সেচ দফতরে মন্ত্রীর সঙ্গে কথা বলব । যাতে স্থায়ীভাবে ভাঙন রোধ করা যায় তার ব্যবস্থা করব । তাদের পুনর্বাসনের জন্য সরকারের সঙ্গে কথা বলব ।"

আরও পড়ুন: 10 বছরের মধ্যে গঙ্গার ভাঙন কমানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.