ETV Bharat / state

Bagdogra Gangrape: নকশালবাড়ির পর এবার বাগডোগরায় যুবতীকে গণধর্ষণের অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:10 PM IST

Young Woman Gangraped in Bagdogra: গত 15 ও 16 অগস্ট, দু’দিন ধরে বাগডোগরায় এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ ৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷ বাকিদের খোঁজ চলছে ৷

Bagdogra PS
Bagdogra PS

দার্জিলিং, 30 অগস্ট: নকশালবাড়ির পর এবার বাগডোগরা । সেখানে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, ঘটনাটি স্বাধীনতা দিবসের দিন । দু'দিন ধরে ওই যুবতীকে আটকে রেখে ছয় জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ । এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷ বাকিদের খোঁজ চলছে ৷

অভিযোগ, স্বাধীনতা দিবসের দিন বিকেলে এক বন্ধুর সঙ্গে ঘুরতে যায় ওই যুবতী । যুবতীকে আরেক বন্ধুর বাড়িতে নিয়ে যায় ওই বন্ধু । সেখানে আগে থেকেই আরও দুই বন্ধু আসর জমিয়েছিল । সেই সময় ওই যুবতীকেও জোর করে মদ্যপান করানো হয় । এরপর যুবতীকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করে তিন যুবক ।

পুলিশের কাছে যুবতী জানিয়েছেন, তারপরেও ছাড়া হয়নি তাঁকে । তাঁকে আটকে রাখা হয় এবং পরের দিন 16 অগস্ট ফের অন্য তিন বন্ধু যুবতীকে ধর্ষণ করে । ধর্ষণের পর যুবতীকে ছেড়ে দেওয়া হয় । ঘটনার পর যুবতী মানসিকভাবে ভেঙে পড়েন । ঘটনা নিয়ে মুখ খুললে যুবতীকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল অভিযুক্তরা । তাই বেশ কিছুদিন ওই যুবতী ওই ঘটনার কথা কাউকে জানাননি ।

পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, এরপর মঙ্গলবার যুবতী কিছুটা মানসিকভাবে স্থির হলে নিজেই পরিবারকে সব জানান এবং বাগডোগরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে বাগডোগরা থানার পুলিশ নিতিন টোপো নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । এই যুবকই ওই যুবতীকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল । ওই যুবক চা-বাগানের শ্রমিক বলে জানা গিয়েছে । তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ । বাকিদের খোঁজে জেলাজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ । এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি ।

আরও পড়ুন: নকশালবাড়িতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ বিজেপির, ধৃতের সাতদিনের পুলিশি হেফাজত

এদিকে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে চলায় শহরের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে । পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিভিন্নমহল । আর এসব নিয়ে সরব হয়েছে বিরোধীরাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.