ETV Bharat / state

Awas Yojana: 30 বছরেও মেলেনি আবাস যোজনার ঘর ! চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন এই গ্রামবাসীরা

author img

By

Published : Jan 19, 2023, 4:51 PM IST

ভোটের সময় এসে কেবল প্রতিশ্রুতি দিয়ে যান নেতারা ৷ 30 বছর পেরিয়ে গেলেও এই গ্রামে এখনও হয়নি আবাস যোজনার (Awas Yojana) ঘর ৷ চরম দুর্দশায় দিন কাটাচ্ছে ফাঁসিদেওয়ায় এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা ৷

Awas Yojana fund
আবাস যোজনার ঘর

চরম দুর্দশায় দিন কাটাচ্ছে এই গ্রামের বাসিন্দারা

দার্জিলিং, 19 জানুয়ারি: আবাস যোজনার (Awas Yojana) তদন্তে জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল । আর তারই মাঝে আবাস যোজনার দুর্নীতি ও প্রশাসনের গাফিলতি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিল প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা । উঠছে রাজনীতির অভিযোগও । তবে এসবের মাঝে অধিকার থেকে বঞ্চিত থাকায় গ্রীষ্ম, বর্ষা আর হাঁড় কাপানো শীতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে প্রায় 70টি পরিবার ।

শাহিদাবাগ চা বাগানের বাসিন্দা: এমনই ছবি ধরা পড়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের শাহিদাবাগ চা বাগানে । এই চা বাগানের কুঠি লাইন এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেষা । ভোট আসে ভোট যায় । কিন্তু গ্রামবাসীদের কাছে আশ্বাসই সার । আবাস যোজনায় পাকা বাড়ি তো দূরে থাক । মেলেনি আর কোন সরকারি প্রকল্পের সুবিধাও । দীর্ঘ 30 বছর ধরে মাটির ঘরে বাস করছেন ওই গ্রামের মানুষ । তা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই তাদের ।

আবাস যোজনায় দুর্নীতি: সারা রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার দুর্নীতির খবর উঠে আসছে । শিলিগুড়িতে আবাস যোজনার অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল । শনিবার বিকেলে কেন্দ্রের দুই প্রতিনিধি দল শিলিগুড়ি মহকুমা এবং দার্জিলিংয়ে আবাস যোজনা নিয়ে সরজমিনে তদন্ত করছে । এরই মধ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কোনওরকম কোনও সার্ভে না হওয়ার অভিযোগ করলেন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহেদাবাদ চা বাগানের কুঠিলাইন গ্রামের বাসিন্দারা ।

বাসিন্দাদের অভিযোগ: বাগান থেকে কাঁচা চা পাতা তোলাই তাদের প্রধান কাজ । কাঁচা চা পাতা তুলে যেটুকু আয় হয় সেই টাকা দিয়ে সংসার চালান তারা কোনওমতে । সময়টা কম নয়, বিগত 30 বছর ধরে ভাঙা ফাটা টিনের চাল, মাটির দেওয়াল দেওয়া ঘরে বাস করছে ওই গ্রামেরই হতদরিদ্র পরিবারগুলি । কিন্তু অভিযোগ 30 বছর ধরে মাটির ঘরে তারা বসবাস করছেন কিন্তু আজও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সার্ভে করতে আসেননি কেউ । সার্ভে না হওয়ার দরুন তাদের আবাস যোজনার ঘরে নামের তালিকায় নাম নেই । ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে কেবল প্রতিশ্রুতিই দিয়ে যায়, সরকারি সব রকম সুযোগ-সুবিধা দেওয়া হবে ভোটে জেতার পর । কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হওয়ার কোন রূপ নেইনি ।

গ্রামবাসীদের গলায় ক্ষোভের সুর: গরিবের ঘর চলে যাচ্ছে বড়লোকের পকেটে । যাদের দোতলা পাকা বাড়ি, চারচাকা গাড়ি রয়েছে তাদেরই ওই আবাস যোজনার ঘরের তালিকায় নাম এসেছে । গ্রামবাসী আলবার্ট কুজুর বলেন, "আমাদের কোন সুবিধা দেওয়া হয় না । যাদের পাকা বাড়ি আছে তারাই বাড়ি পাচ্ছে । কিন্তু আমাদের নাম নেই ।" আরেক বাসিন্দা নির্মলা কুজুর বলেন, "আমরা চা বাগানের শ্রমিক । কয়েক দশক ধরে কাঁচা বাড়িতে বাস করছি ৷ কিন্তু আমাদের আবাস যোজনার ঘর দেওয়া হয়নি ।"

গ্রামবাসীদের কথা: মেরি মেলদা বলেন, "ভোটের সময় দেখা যায় পঞ্চায়েতের লোকদের । কিন্তু আর দেখা যায় না । ঘরের কথা জিজ্ঞেস করলে খালি ঘোরায় । আজও আমরা ঘর পেলাম না ।" বিমল কুজুর বলেন, "কবে সার্ভে হলো জানতেই পারলাম না আমরা । পরে তালিকা বের হলে দেখা গেল আমাদের গ্রামের কারোর নাম নেই । সরকার দেখুক যাতে আমরা ঘর পাই ।"

আরও পড়ুন: আবাস যোজনার পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধিদল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.