ETV Bharat / state

SSC Recruitment Scam: এসএসসি দুর্নীতিতে নাম জড়াতেই খোঁজ নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

author img

By

Published : Jul 28, 2022, 6:58 PM IST

Updated : Jul 28, 2022, 7:59 PM IST

এসএসসি দুর্নীতিতে রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী ইডির হাতে গ্রেফতার হতেই উপাচার্যকে নিয়ে আরও জোর জল্পনার সৃষ্টি হয়েছে (SSC Recruitment Scam)।

SSC Recruitment Scam news
এসএসসি দুর্নীতিতে নাম জড়াতেই খোঁজ নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

শিলিগুড়ি, 28 জুলাই: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য কোথায় ? এখন এমনটাই প্রশ্ন ঘুরছে ওয়াকিবহাল ও শিক্ষামহলে । কারণ এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছিল উপাচার্যের । এমনকি জিজ্ঞাসাবাদের জন্য ডাকাও হয়েছিল তাঁকে (SSC Recruitment Scam) । প্রথম তলবে তিনি হাজির থাকলেও আচমকা একপ্রকার নিরুদ্দেশ উপাচার্য । আর এসএসসি দুর্নীতিতে রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী ইডির হাতে গ্রেফতার হতেই উপাচার্যকে নিয়ে আরও জোর জল্পনার সৃষ্টি হয়েছে । কারণ, নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য ছুটি থেকে ফিরে কাজে যোগ দেননি । প্রায় দেড়মাসের বেশি সময় ধরে ছুটিতে রয়েছেন উপাচার্য । তাঁর পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ডিন সুভাষ চন্দ্র রায় ভারপ্রাপ্ত উপাচার্যের কাজ সামলাচ্ছেন । গত 19 জুলাই কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কাজে যোগ দেননি । অনেকের মতে, কলকাতা হাইকোর্টে এসএসসি দুর্নীতি কাণ্ড উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম জড়াতেই অস্বস্তিতে ছিলেন তিনি । এরপরেই আচমকা ছুটি নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান তিনি । 8, 9 ও 10 জুন ন্যাকের পরিদর্শন থাকায় তিনি বিশ্ববিদ্যালয়েই উপস্থিত ছিলেন । 11 জুন তিনি বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে চলে যান । এরপর থেকেই তাঁকে আর টেলিফোনে পাওয়া যাচ্ছে না । তাঁর ফোনও বন্ধ বলে জানা গিয়েছে । গত 19 তারিখে তিনি কাজে যোগ দেবেন বলে কর্তৃপক্ষকে জানিয়ে গেলেও এখনও তিনি কাজে যোগ দেননি ।

আরও পড়ুন: এসএসসি কাণ্ডে তদন্তের শুরুতেই মামলাকারী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ইডির
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি ভিন দেশে রয়েছেন । সেখান থেকে এখনও ফেরেননি । সেই কারণেই কাজেও যোগ দেননি তিনি । আর এই ঘটনা নিয়েই বিশ্ববিদ্যালয়ের অন্দরে ও বাইরে শিক্ষা মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে । তবে, ছুটিতে যাওয়ার আগে এসএসসির দুর্নীতির মামলায় তাঁর নাম জড়িয়েছিল । এরপরেই তিনি ছুটিতে চলে গিয়েছেন । তাই নানা মহলে এই বিষয়ে প্রশ্নও উঠেছে । ওই প্রসঙ্গে সুবীরেশ ভট্টাচার্যর মোবাইলে যোগাযোগ করতে চাইলেও তাঁর ফোন বন্ধ রয়েছে । তাঁর জায়গায় দায়িত্বে থাকা ডিন সুভাষবাবুকেও একাধিকবার টেলিফোনে যোগাযোগ করা হলে তাঁরও ফোন বন্ধ ছিল । যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য অর্ধেন্দু মণ্ডল বলেন, " খবরটি সঠিক কি না জানি না তবে আমরা শুনেছি তিনি ভিন দেশে গিয়েছেন । সেখান থেকে না ফেরায় কাজে যোগ দেননি ।"

Last Updated : Jul 28, 2022, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.