ETV Bharat / state

Piyush Goyal at Bagdogra: ত্রিপুরায় গতবারের থেকে বেশি আসনে জিতবে বিজেপি, দাবি পীযূষ গোয়েলের

author img

By

Published : Feb 17, 2023, 9:32 PM IST

শুক্রবার বাগডোগড়া বিমানবন্দর হয়ে সিকিমে যান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal reaches Sikkim) ৷

ETV Bharat
পীযূষ গোয়েল

বাগডোগড়ায় পীযূষ গোয়েল

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: "ত্রিপুরায় ক্ষমতায় আসবে বিজেপি । গতবারের থেকে বেশি আসনে জয় পাবে বিজেপি ।" শুক্রবার শিলিগুড়িতে পৌঁছে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল । এদিন দু'দিনের সিকিম সফরে গেলেন তিনি । সকালে দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে সড়কপথে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন (Piyush Goyal on Tripura Election) ৷

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । বিমানবন্দরে পীযূষ গোয়েলকে স্বাগত জানান শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী-সমর্থকরা । সামনেই এরাজ্যে পঞ্চায়েত নির্বাচন এবং 2024 সালে রয়েছে লোকসভা নির্বাচন । ইতিমধ্যে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা । পঞ্চায়েত নির্বাচনকে লিটমাস পরীক্ষার পাশাপাশি লোকসভা ভোটকে পাখির চোখ করছে গেরুয়া শিবির । দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করে সংগঠনকে ঝালিয়ে নিতে শুরু করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,"আমাদের দল সবসময় তৎপর। আমাদের দলের কর্মকর্তারা সবসময় সক্রিয় থাকেন। যে কারণে পঞ্চায়েত নির্বাচনে যাঁরাই আমাদের হয়ে লড়বেন তাঁরা প্রত্যেকে জয়ী হবেন ।"

আরও পড়ুন: দেশের গণতন্ত্রে আঘাত হানার চেষ্টা, মার্কিন ধনকুবেরের মন্তব্যের পালটা স্মৃতি ইরানির

এদিন পীযূষ গোয়েল সিকিমের উদ্দেশে রওনা হওয়ার আগে বাগডোগড়া বিমানবন্দরে জেলা বিজেপির নেতৃত্বের সঙ্গে সংক্ষেপে বৈঠক সারেন তিনি । সিকিমেও সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি, সাংগঠনিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তাঁর ৷ এদিন বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত জি-20 সম্মেলন আয়োজন করছে । দেশের বিভিন্ন প্রান্তে এর বৈঠকগুলি হচ্ছে । প্রধানমন্ত্রী ও সিকিমের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেখানে যে অভূতপূর্ব কাজ হচ্ছে সেগুলির নিরিক্ষণ করতে যাচ্ছি । দলের কার্মকর্তাদের সঙ্গে দেখা করব । সাধারণ মানুষের সঙ্গে কথা বলব । দু'দিনের সফরে একদিন সিকিমের গ্যাংটক ও আরেকদিন সোরেঙে থাকব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.