ETV Bharat / state

Travel During Durga Puja: এবার পুজোয় ঘুরে আসুন বাংলার 'সুইৎজারল্যান্ডে', সিটংয়ের কাছেই মনোরম সেই জায়গা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 10:30 PM IST

পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? শহুরে জীবন, কোলাহল থেকে দূরে যেতে চাইছেন? তাহলে বেরিয়ে পড়তে পারেন পাহাড়ে ৷ কারণ সেখানেই যে রয়েছে 'মিনি সুইৎজারল্যান্ড' ৷ চোখ বন্ধ করে একবার ভাবুন, পাহাড়ের নির্জন পথ, কাঞ্চনজঙ্ঘায় মেঘ রোদের খেলা, হালকা ঠান্ডা, আপনি প্রিয়জনের হাত ধরে হেঁটে যাচ্ছেন। সব কিছু পাবেন এখানে। কী সেই জায়গার নাম? কীভাবে যেতে হবে সেখানে? জেনে নিন সবকিছুই...

Travel During Durga Puja
বাংলার সুইৎজারল্যান্ড

দার্জিলিং, 4 সেপ্টেম্বর: পুজোর ছুটিতে ভাবছেন কোথায় যাবেন? ভিড়ভাট্টায় একদমই যেতে চাইছেন না, আবার পকেটেরও চিন্তা করছেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে যেতেও হবে না সুইৎজারল্যান্ড। শৈলরানি দার্জিলিংয়ের বুকে অবস্থিত এই গ্রামটিতে গেলে মনে হবে চলে এসেছেন মিনি সুইৎজারল্যান্ডে। চোখ বন্ধ করে একবার ভাবুন- পাহাড়ের নির্জন পথ, কাঞ্চনজঙ্ঘায় মেঘ রোদের খেলা, হালকা ঠান্ডা, আপনি প্রিয়জনের হাত ধরে হেঁটে যাচ্ছেন। সবকিছু পাবেন এখানে। যার নাম 'তোরিয়ক'।

Travel During Durga Puja
বাংলার সুইৎজারল্যান্ডের একাধিক দৃশ্য

সামনে পুজোর ছুটি। ছুটিতে মন ডাকছে পাহাড় যাওয়ার জন্য? কিন্তু সেই একঘেঁয়ে ম্যাল কিংবা টাইগার হিলের ভিড় এড়াতে চাইছেন? তাহলে ঘুরে আসতে পারেন এই গ্রামে। যেখানে গেলে মনে হবে চলে এসেছেন সুইৎজারল্যান্ডে ৷

Travel During Durga Puja
বাংলার সুইৎজারল্যান্ডের একাধিক দৃশ্য

তোরিয়ক জায়গাটি পরিচিত 'পাহাড়ের সুইৎজারল্যান্ড' হিসেবে। হুবহু সুইৎজারল্যান্ডের প্রকৃতি বিরাজমান এই গ্রামে। এখানে ঘুম ভাঙতে লাগবে না কোনও অ্যালার্ম। পাখির কলতান আর ঝরনার ঝরঝর শব্দে ঘুম ভেঙে যাবে আপনিই।

Travel During Durga Puja
বাংলার সুইৎজারল্যান্ডের একাধিক দৃশ্য

আর জানলা দিয়ে হাত বাড়ালেই দেখা মিলবে মেঘের। হাঁটতে বেরিয়ে নাগালে পাবেন কমলার বাগান, পাইনের জঙ্গল ৷ সঙ্গে পাহাড়ি ঝরনার শীতল স্নিগ্ধ জল আর চা বাগানের সবুজ আচ্ছাদন। যেন এক নন্দনকানন!

Travel During Durga Puja
বাংলার সুইৎজারল্যান্ডের একাধিক দৃশ্য

দার্জিলিংয়ের সিটং অঞ্চলে পরে এই গ্রাম তোরিয়ক। আপার সিটংয়ের খুব কাছে অবস্থিত এই গ্রামটি। খুব অল্প জায়গায় গড়ে উঠেছে এই গ্রাম ৷ কিন্তু ওই গ্রামেই যেন প্রকৃতির সব সৌন্দর্য্য ঢেলে দিয়েছে ভগবান। শিলিগুড়ি থেকে তোরিয়কের দূরত্ব 70 কিলোমিটার।

Travel During Durga Puja
বাংলার সুইৎজারল্যান্ডের একাধিক দৃশ্য

কীভাবে যাবেন?

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করে যাওয়া যাবে ওই গ্রামে। তাতে মাথাপিছু খরচ হবে 700 থেকে 800 টাকার মতো। আবার শেয়ার গাড়িতেও যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে শিলিগুড়ি জংশন থেকে সিটং হয়ে দিলারাম পর্যন্ত যেতে হবে গাড়িতে। দিলারামে নেমে সেখান থেকে আপার সিটং হয়ে পৌঁছে যাওয়া যাবে তোরিয়কে। সেক্ষেত্রে মাথাপিছু খবর হবে 600 থেকে 700 টাকার মতো।

Travel During Durga Puja
বাংলার সুইৎজারল্যান্ডের একাধিক দৃশ্য

কোথায় থাকবেন?

তবে থাকা খাওয়া নিয়ে করতে হবে না কোনও চিন্তা। তোরিয়কে রয়েছে একাধিক হোম স্টে। সেখানে প্রায় 1 হাজার টাকা থেকে শুরু রাত্রিযাপনের ব্যবস্থা। একটু ভালোমানের হোম স্টে-তে থাকলে 1500 টাকার মতো। সঙ্গে তিনবেলার খাওয়া-দাওয়ার ব্যবস্থা। তাহলে চিন্তা না-করে এবার ছুটিতে চলে যান শৈলরানির সুইৎজারল্যান্ড তোরিয়কে।

Travel During Durga Puja
বাংলার সুইৎজারল্যান্ডের একাধিক দৃশ্য

আরও পড়ুন: পুজোর ছুটিতে আপনার গন্তব্য হোক পাহাড়ের 'হিমেল মুকুট' লাভা-লোলেগাঁও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.