ETV Bharat / state

Tourism Industry Affected in Covid : করোনায় বেহাল পর্যটন শিল্পকে বাঁচাতে আইনি পথে ব্যবসায়ীরা

author img

By

Published : Jan 17, 2022, 8:09 PM IST

করোনা অতিমারীর জেরে সারা বিশ্বজুড়ে পর্যটন ব্যবসা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে (Tourism Industry Affected in Covid Pandemic) ৷ ব্যতিক্রম নয় দার্জিলিং তথা উত্তরবঙ্গের পর্যটন শিল্পও ৷ সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের বুকিং বাতিল হতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা ৷

traders may take legal action to save the tourism industry affected in covid pandemic
Tourism Industry Affected in Covid : করোনায় বেহাল পর্যটন শিল্পকে বাঁচাতে আইনি পথে ব্যবসায়ীরা

দার্জিলিং, 17 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ের জেরে সমস্ত পর্যটন কেন্দ্র, অভয়ারণ্য ও উদ্যানে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার । যার জেরে বিপাকে পর্যটনশিল্প । মাঝে স্বাস্থ্যবিধি মেনে খুব অল্প সময়ের জন্য পর্যটন খুললেও চলতি মাসে ফের নির্দেশিকা জারি করে পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । এতে একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরিস্থিতিতে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা (Tourism Traders Facing Challenges due to Covid Pandemic) ।

এদিকে, রাজ্য সরকারের তরফে মেলার অনুমতি দেওয়ার পাশাপাশি বিয়ে বাড়িতে ছাড় দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই আরও হতাশ পর্যটন ব্যবসায়ীরা । নিজেদের বাঁচার তাগিদে ও পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবার তাই আইনের দ্বারস্থ হতে চলেছেন পর্যটন ব্যবসায়ীরা (traders may take legal action to save the tourism industry affected in covid pandemic) ।

সম্প্রতি, তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই পর্যটনে বেশ কিছু কড়া স্বাস্থ্যবিধি লাগু করে রাজ্য সরকার । তাতেও কোনও আপত্তি ছিল না ব্যবসায়ীদের । স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের পর্যটন মরশুম ভালোই চলছিল । তার মধ্যে শীতের মরশুমে পাহাড়ে তুষারপাত হওয়ায় ফের পর্যটকরা পাহাড়মুখী হতে শুরু করেছিলেন । যার জন্য কিছুটা আশার আলো দেখতে শুরু করেছিলেন পর্যটন ব্যবসায়ীরা । ফেব্রুয়ারি মাস পর্যন্ত বুকিং ভর্তি হয়েছিল । কিন্তু আচমকা ফের বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা ।

একে একে বাতিল হতে শুরু করে বুকিং । এরপরই স্বাস্থ্যবিধি মেনে যাতে পুনরায় পর্যটন চালু করা হয়, সেই দাবিতে পর্যটন সংস্থার তরফে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি নীরব বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে । কিন্তু তারপরও কোনও সদুত্তর আসেনি রাজ্য সরকারের তরফে ।

করোনায় বেহাল পর্যটন শিল্পকে বাঁচাতে আইনি পথে ব্যবসায়ীরা

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "আমাদের দিকে লক্ষ্য নেই সরকারের । আমরা চূড়ান্ত হতাশ। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পর আমাদের আশাছিল যে নতুন নির্দেশিকায় পর্যটনের ছাড় দেওয়া হবে । কিন্তু মেলা আর বিয়ের কথা চিন্তা করা হলেও আমাদের কথা চিন্তা করল না সরকার । সেজন্য আমরা সমস্ত পর্যটন সংস্থার সঙ্গে মিলে আমরা আইনের সাহায্য যাওয়ার কথা চিন্তা করছি ।"

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, "আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে । আমাদের কথা কেউ চিন্তা করছে না । মেলা আর বিয়ে বাড়ির ছাড় দেওয়া হল । সেখান থেকে কোনও কর পায় না রাজ্য । অথচ পর্যটন বন্ধ থাকলেও কর আদায় করা হচ্ছে । এরপর আমাদের রাস্তায় নামা ছাড়া কোনও পথ থাকবে না ।"

আরও পড়ুন : Covid Restrictions In West Bengal : রাজ্যে ফের করোনাবিধি, পর্যটন শিল্পের কোমর ভাঙার আশঙ্কায় ব্যবসায়ীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.