ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : পৌরভোটে দার্জিলিংয়ের 10 আসনে প্রার্থী তৃণমূলের, জোট নিয়ে বজায় জল্পনা

author img

By

Published : Feb 7, 2022, 11:04 PM IST

Updated : Feb 7, 2022, 11:09 PM IST

darjeeling municipality election
পৌরভোটে দার্জিলিংয়ের 10 আসনে প্রার্থী তৃণমূলের

এদিন তৃণমূল দার্জিলিং পৌরসভার ভোটের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে (TMC Candidate list for Darjeeling Municipality Election), তার মধ্যে থাকা 2 ও 5 নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চাও ৷

দার্জিলিং, 7 ফেব্রুয়ারি : দার্জিলিং পৌরসভার নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূলের জোটে জট । এমনটাই ইঙ্গিত মিলল সোমবার, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সাংবাদিক বৈঠকে । দার্জিলিং পৌরসভার 32টি আসনের মধ্যে কেবলমাত্র 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজ্যের শাসকদল (TMC is giving candidates in ten seats in Darjeeling Municipality Election) । বাকি 22টি আসনে প্রার্থী দিচ্ছে না তারা । এদিন এই ঘোষণা করেন অরূপ বিশ্বাস ৷ তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়েই এই দশ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে বাকি 22টি তৃণমূল পাহাড়ের কোন দলের সঙ্গে জোট করবে সেই বিষয়টি এদিন খোলসা করেননি অরূপ বিশ্বাস ৷ বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছে পাহাড়ের রাজনীতিতে ৷

আরও পড়ুন : "বক্সী-পার্থর দেওয়া তালিকাই ফাইনাল", প্রার্থী বিতর্কে জল ঢেলে মন্তব্য মমতার

এদিনই দার্জিলিং পৌরসভার 32টি আসনের মধ্যে 13টি আসনে প্রার্থী ঘোষণা করে গোর্খা জনমুক্তি মোর্চা । আর সেই তালিকায় আবার দেখা যায় এমন দুটি ওয়ার্ড রয়েছে যেখানে প্রার্থী দিয়েছে তৃণমূলও ৷ শাসকদলের সবকটি আসনে প্রার্থী না দিতে পারাটা সাংগঠনিক শক্তিহীনতা নাকি কোনও রাজনৈতিক কৌশল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে । ঘটনা হল, প্রথমে অনিত থাপার নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, দুই দলের সঙ্গেই সমান দূরত্ব বজায় রেখে চলছিল ঘাসফুল শিবির । কিন্তু ছন্দপতন হল যখন অনিত থাপা কোনওরকম জোট বা আসন সমঝোতায় না গিয়ে 32টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দেয় । এমত অবস্থায় বিপাকে পড়ে ঘাসফুল শিবির । শেষে পরিস্থিতি সামাল দিতে মোর্চার সঙ্গেই জোটের ইঙ্গিত মিলছিল তৃণমূলের তরফে । কিন্তু এদিন সেই বিষয়টিও পরিষ্কার হল না ।

পৌরভোটে দার্জিলিংয়ের 10 আসনে প্রার্থী তৃণমূলের

32টি ওয়ার্ডের মধ্যে 2, 5, 8, 13, 14, 18, 20, 25, 31 ও 32 নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল । বাকি 22টি ওয়ার্ড কোন রাজনৈতিক দলের জন্য ছেড়ে দেওয়া হল তা এদিন পরিষ্কার করেননি অরূপ বিশ্বাস । তবে, ওই ২২ টি আসনে বিমল গুরুংয়ের সঙ্গেই জোট করছে তৃণমূল কংগ্রেস বলে দলীয় সূত্রে জানা গিয়েছে । এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আমরা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে শুধু মাত্র 10টি আসনেই লড়ছি । বাকি আসনে আমরা লড়ছি না ।" অন্যদিকে, এদিন মোর্চার দলীয় কার্যালয় পাতলেবাসে সাংবাদিক বৈঠক করেন মোর্চা নেতা বিমল গুরুং । তিনি বলেন, "আমরা পাহাড়ের সমস্যা সমাধানে কাজ করতে চাই । এখন 13 টি আসনে প্রার্থী ঘোষণা করলাম । বাকি পরে আরও করা হবে ।" তাঁকে একাধিকবার বাকি 22টি আসনে সমঝোতা বা জোটের বিষয়ে জিজ্ঞেস করা হলেও তিনি সাফ এড়িয়ে যান । তবে 2 ও 5 নং ওয়ার্ডে তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চা দুই দলই প্রার্থী দিয়েছে ৷

Last Updated :Feb 7, 2022, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.