ETV Bharat / state

GTA Board: জিটিএ বোর্ডে তৃণমূলকেও সঙ্গে নিলেন সিইও অনিত থাপা

author img

By

Published : Jul 22, 2022, 7:52 PM IST

জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা (GTA CEO Anit Thapa) বোর্ডে তৃণমূলের পাঁচ সদস্যকে জায়গা করে দিলেন ৷ গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দিয়েছেন নির্দল তিন সভাসদকেও ৷

tmc-gets-important-departments-in-gta-board-by-ceo-anit-thapa
GTA Board: জিটিএ বোর্ডে তৃণমূলকেও সঙ্গে নিলেন সিইও অনিত থাপা

দার্জিলিং, 22 জুলাই : জিটিএ (GTA) বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে অনিত থাপার বোর্ডে জায়গা পেলেন জয়ী তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাসদরা । এই নিয়ে পাহাড়ের রাজনৈতিক মহলে জোর সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে । এর জেরে আরও একবার অনিত থাপার (GTA CEO Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) সঙ্গে তৃণমূল কংগ্রেসের সখ্যতা বা জোটের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ।

বিনয় তামাং-সহ জিটিএ নির্বাচনে (GTA Elections 2022) জয়ী তৃণমূল কংগ্রেসের পাঁচ সভাসদ ছাড়াও কালিম্পংয়ের নির্দল তিন জয়ী প্রার্থীদেরও বোর্ডে জায়গা দেওয়া হয়েছে । কারণ, নির্বাচনের ফল ঘোষণার পরই ওই তিন সভাসদ অনিত থাপাকে সমর্থনের কথা জানিয়েছেন । মনে করা হচ্ছে, তার পুরস্কার হিসেবে ওই তিনজনকে বোর্ডে জায়গা দিলেন অনিত থাপা ।

সম্প্রতি পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ তিনি জিটিএ-র নির্বাচনে জয়ী সভাসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন ৷ এর পর অনিত থাপার সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো ৷ সূত্রের খবর, তার পরই তৃণমূলের তরফে তাঁদের সভাসদদের জিটিএ-র বোর্ডের রাখার প্রস্তাব অনিতের কাছে রাখা হয় ৷ সেই প্রস্তাবই কার্যত গ্রহণ করেছেন জিটিএ-র সিইও ৷ তাছাড়া বোর্ডে ভালো ভালো বিভাগের দায়িত্বও দেওয়া হয়েছে তৃণমূল থেকে জয়ী সভাসদদের ৷

ওই বিষয়ে অনিত থাপা বলেন, "আমি আগেই বলেছি আমি রাজ্য সরকারের সঙ্গে মিলে কাজ করতে চাই । আমি প্রত্যেককে গুরুত্ব দেব । 21 জুলাইয়ের মঞ্চেও আমি বলেছি, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কাজ করব । সেজন্য প্রত্যেককে কাজে লাগানো হবে ।"

তবে এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। দার্জিলিংয়ের বিজেপি (BJP) বিধায়ক নিরজ জিম্বা বলেন, "আমরা আগে থেকেই বলেছি অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল কংগ্রেসের প্রকাশ্যে জোট রয়েছে । নিজের স্বার্থে অনিত থাপা তাদের বোর্ডে জায়গা দিয়েছে । যাতে তৃণমূল কংগ্রেস ও অনিত থাপা মিলে দুর্নীতি করতে পারে ।"

জিটিএ সূত্রে জানা গিয়েছে, সুকনা পানিঘাটা সমষ্টির তৃণমূল কংগ্রেসের সভাসদ পরেশ তির্কিকে কার্শিয়াং মহকুমার তপসিল জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে । থাবোডাপ্টিং সমষ্টির তৃণমূল কংগ্রেসের সভাসদ মিলেশ রাইকে মিরিকের পূর্ত বিভাগ, ওকাইতি-গোপালধারা সমষ্টির তৃণমূল কংগ্রেসের সভাসদ ধুরবা ব্যোমজানকে মিরিকের পর্যটন বিভাগ, বং দারপিন সমষ্টির তৃণমূল কংগ্রেসের সভাসদ সুমন গুরুংকে কালিম্পংয়ের পর্যটন, মৎস্য, সোশ্যাল ফরেস্ট্রি বিভাগ এবং ব্লুমফিল্ড ঋষিহাট সমষ্টির তৃণমূল কংগ্রেসের সভাসদ বিনয় তামাংকে দার্জিলিংয়ের তথ্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ।

পাশাপাশি লাভা লিঙ্গসে সমষ্টির নির্দল সভাসদ কুমার শর্মাকে কালিম্পংয়ের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ, রঙ্গপু মুনসঙ্গ সমষ্টির নির্দল সভাসদ বিরে রাইকে কালিম্পংয়ের প্রশাসনিক সংস্কার বিভাগ ও ভালুকুপের নির্দল সভাসদ বিকাশ রাইকে কৃষি ও উদ্যানপালন বিভাগ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Anit Thapa dedicates song to Mamata: আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...মমতাকে গান উপহার অনিত থাপার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.