ETV Bharat / state

CRPF-এ কর্মরত বাবার খোঁজে কি বন্ধুর সঙ্গে বাড়ি ছাড়ল টোটন ?

author img

By

Published : Feb 20, 2019, 6:19 AM IST

নিখোঁজ ২ ছাত্র

বাবার খোঁজে বন্ধু গুঞ্জনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে টোটন

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন জওয়ান। এই ঘটনার কথা জানার পর থেকেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে থাকে টোটন (১৩)। কারণ তার বাবাও CRPF জওয়ান। আর তার অনুমান, বর্তমান পরিস্থিতির জন্য তার বাবাও জম্মু ও কাশ্মীরে পৌঁছে গেছেন। তাই বাবার খোঁজ পেতে কয়েকদিন ধরেই মরিয়া হয়ে পড়েছিল সে। শেষ পর্যন্ত বাবার খোঁজে বন্ধু গুঞ্জনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে।


শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া এলাকার বাসিন্দা টোটোন বর্মণ। তার বাবা অমল বর্মণ CRPF জওয়ান। বর্তমানে জামশেদপুরে কর্মরত। পুলওয়ামায় জঙ্গি হামলার পরই বাড়িতে ফোন করে নিজের সুস্থতার কথা জানিয়েছিলেন তিনি। সেদিন টোটনের সঙ্গেও কথা বলেছিলেন। তখনই টোটন ভাবে যে, তার বাবা জম্মু ও কাশ্মীরে চলে যাচ্ছে। আতঙ্কিত হয়ে পড়ে সে। তারপর থেকে প্রায় প্রতিদিনই মায়ের কাছে বাবার খোঁজ নিতে শুরু করে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্কুলে গিয়ে সে বন্ধুদের জানায়, তার বাবা জম্মু ও কাশ্মীরে রয়েছেন। বাবার সঙ্গে দেখা করতে সেও যাবে সেখানে। এরপরই ওইদিন বিকেল থেকে সে নিখোঁজ হয়ে যায়।

সেক্ষেত্রে পরিবারের সদস্য ও টোটনের বন্ধুদের অনুমান, বাবার খোঁজেই বাড়ি থেকে বেরিয়েছে সে। এদিকে ছেলের খোঁজ না পেয়ে বাগডোগরা থানার অভিযোগ দায়ের করেন পুতুল বর্মণ। তবে এখনও পর্যন্ত টোটন ও গুঞ্জনের খোঁজ পাওয়া যায়নি।

Intro:ম্যানিফেস্টোয় দার্জিলিং সমস্যা সমাধান এবং উত্তরবঙ্গে এইমসের দাবি তুলবে কংগ্রেস

শিলিগুড়ি, 3ফেব্রুয়ারি:
ম্যানিফেস্টোয় দার্জিলিং সমস্যার স্থায়ী সমাধান এবং উত্তরবঙ্গে অন্তত দুটো এইমস ধাঁচের হাসপাতালে দাবি তুলবে কংগ্রেস। আজ শিলিগুড়িতে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস ম্যানিফেস্টো কমিটির সভাপতি সংসদ অভিজিৎ মুখার্জি।

তিনি বলেন, লোকসভা ভোটের আগে ম্যানিফেস্টো প্রকাশ করা হবে। তাই রাজ্য জুড়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন তারা। এলাকার সমস্যা নিয়ে মানুষের বক্তব্য শুনছেন তারা। বৈঠকের পর সাংসদ অভিজিৎ মুখার্জি বলেন, উত্তরবঙ্গের চা শ্রমিকদের সমস্যা জ্বলন্ত সমস্যা। আমাদের ম্যানিফেস্টো তা স্থান পাবে। নদীর ক্ষয় রোধে কার্যকরী পদক্ষেপ, আদিবাসীদের ভূমির অধিকার সহ কুচবিহার বিমানবন্দর কে কার্যকর করার দাবি তুলবে কংগ্রেস।
তিনি আরো জানান, এর আগে ইউপিএ জমানায় রায়গঞ্জ এমস তৈরীর প্রস্তাব ছিল। চলতি বাজেটে যেহেতু বাইশটি নতুন এইমস এর কথা কেন্দ্র ঘোষণা করেছে তাই উত্তরবঙ্গ রায়গঞ্জ এবং অনত্র আরো একটি, অর্থাৎ মোট দুটি এইমস গড়ে তোলা হোক। লোকসভা ভোটের মুখে পাহাড়ের মন জয়ে, সাংসদ অভিজিৎ মুখার্জি বলেন, পাহাড়ে স্থায়ী সমাধান চাই। জিটিএ চুক্তি সম্পূর্ণ কার্যকর হয়নি। ঝগড়া বা লড়াই করে নয়, হৃদয় দিয়ে গোর্খাদের মন জয় করব। তাদের যে আশা, তা পূরণ করতে সদর্থক ভূমিকা নেবে কংগ্রেস। সমস্ত বিষয়গুলো দিল্লিতে কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এবং আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় এলে এই ম্যানিফেস্টো অনুযায়ি কাজ করবে সরকার।


Body:জ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.