ETV Bharat / state

Heatwave in Bengal: বরফের পুলে স্নান, সঙ্গে ডায়েট চার্ট; গরমে বাঘেদের জন্য বিশেষ ব্যবস্থা বেঙ্গল সাফারিতে

author img

By

Published : Apr 17, 2023, 3:32 PM IST

তীব্র গরমে রেহাই পেতে প্রাণীদের জন্য বিশেষ উদ্যোগ বেঙ্গল সাফারি পার্কের ৷ ফলো করা হচ্ছে ডায়েট চার্ট, জলকেলিতে সময় কাটছে রয়্যাল পরিবারের ৷ সেইসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন রাজ্যের চিড়িয়াখানাগুলিতে প্রাণীদের নানা ধরনের ব্যবস্থা করা হয়েছে।

Heatwave in Bengal
বেঙ্গল সাফারি পার্কের বাঘেদের বিশেষ ব্যবস্থা

গরমে রয়্যাল পরিবারের জন্য স্পেশাল ব্যবস্থা

দার্জিলিং, 17 এপ্রিল: রাজ্যজুড়ে চলছে তীব্র দাবহাদ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এপ্রিলের মাঝামাঝি অন্যান্যবারের তুলনায় এবার গরম অনেকটাই বেশি ৷ সেই কারণে সময়ের আগে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতেও কী রেহাই আছে? বৈশাখের তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। জেলায়-জেলায় দিনের বেলায় ন্যূনতম তাপমাত্রা থাকছে 40 ডিগ্রির আশপাশে। একই পরিস্থিতি উত্তরেও। গরম থেকে বাঁচতে সেজন্য পাহাড়মুখী হচ্ছেন অনেকেই। কিন্তু পাহাড়ে গিয়েও যে রেহাই নেই। ব্যাগ ভরে সোয়েটার নিয়ে গিয়েও লাভ হচ্ছে না। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গেও তাপপ্রবাহ পাল্লা দিচ্ছে দক্ষিণের সঙ্গে। এদিকে, তীব্র গরমে যাতে প্রাণীরা কোনওভাবে অসুস্থ হয়ে না-পড়ে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। সেইসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, রাজ্যের চিড়িয়াখানাগুলিতে গরম থেকে জীবজন্তুদের বাঁচাতে জন্য কী কী করণীয় ৷

এই গরমে সাফারি পার্কের প্রাণীদেরও অনেকরকম সমস্যা হচ্ছে। সেকারণে এই গরমে তাদের বিশেষ ডায়েটের ব্যবস্থা করা হয়েছে। জল জাতীয় খাবারের উপর বাড়তি জোর দেও। দিনের বেলা তীব্র গরমের সময় শিলা ও বিভান রয়্যাল বেঙ্গল দম্পতি-সহ তাদের চার রয়্যাল শাবকের জন্য সুইমিং পুল ও সেই পুলে বরফের চাঁইয়ের ব্যবস্থা করেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। বরফ মজুত রাখা হয়েছে লেপার্ড ও ভাল্লুকের জন্যও। সেই সুইমিং পুলের ভিতর বসে ঠান্ডার আমেজ উপভোগ করতে দেখা যাচ্ছে শিলা ও বিভানকে।

এছাড়াও তাদের মাঝেমাঝে পাইপ দিয়ে ঠান্ডা জলে স্নান করাচ্ছেন কেয়ারটেকাররা। অন্যদিকে, তৃণভোজীদের খাওয়ারের জলে ওআরএস ও বিটলবণ মেশানো হচ্ছে। দিনে দুই বেলা সেই জল খাওয়ানো হচ্ছে তাদের । তীব্র গরমে শরীর থেকে সোডিয়ামের মাত্রা কমে গেলে বিপদ হতে পারে দেখেই ওই পদক্ষেপ করা হয়েছে। তৃণভোজী প্রাণীদের খাবারে রাখা হচ্ছে যথেষ্ট পরিমাণ ফল। অন্যদিকে, মাংসাশী প্রাণী যেমন বাঘ, লেপার্ড, কুমির এসব প্রাণীর ক্ষেত্রেও গরু ও খাসির মাংসের পরিমাণ কমিয়ে মুরগির মাংসের মাত্রা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: দিনে দু'বার করে স্নান, গরমে ঝড়খালিতে বিশেষ ব্যবস্থা বাঘেদের জন্য

বেঙ্গল সাফারি পার্কের সহকারী ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায় বলেন, "এবার গরম অনেকটাই বেশি। সেজন্য প্রাণীদের যাতে কোনওরকম অসুবিধা না-হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুলে জল দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে বরফ। এছাড়াও চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশেষ ডায়েট চার্ট ফলো করা হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.