ETV Bharat / state

মাদকের বিরুদ্ধে অভিযানে বাজিমাত শিলিগুড়ি পুলিশের

author img

By

Published : Jun 16, 2021, 6:46 AM IST

Updated : Jun 17, 2021, 9:14 PM IST

মাদকের বিরুদ্ধে অভিযানে বাজিমাত শিলিগুড়ি পুলিশ যদিও মাদকের গোপন খবরে সাহায্য শহরবাসী
মাদকের বিরুদ্ধে অভিযানে বাজিমাত শিলিগুড়ি পুলিশ যদিও মাদকের গোপন খবরে সাহায্য শহরবাসী

লকডাউন পর্বে শিলিগুড়ি শহরে মাদক পাচারের বাড়বাড়ন্তে অনেকটাই চিন্তিত পুলিশ প্রশাসন । মাদক সেবন-মাদক কারবার গোড়া থেকে উপরে ফেলতে বিশেষ উদ্যোগ নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । শহরবাসীকে পুলিশ তরফ থাকা জানানো হয় যারা মাদক কারবারীদের খবর দেবেন তাকে কোনভাবেই হেনস্থা করা হবে না । এরপরই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সেবন এবং মাদক কারবারের গোপন খবর পুলিশকে দিতে শুরু করে শহরবাসীরাই । মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার অবৈধ মদ, প্রায় আট লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে কমিশনারেটের এনজেপি, শিলিগুড়ি, ভক্তিনগর, প্রধাননগর , বাগডোগরা, মাটিগাড়া থানার পুলিশ ।

শিলিগুড়ি, 15 জুন : উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শহর শিলিগুড়ি । শিলিগুড়ি শুধু শহর না পশ্চিমবঙ্গের একটি শৈল শহর ও পর্যটন কেন্দ্র রূপে পরিচিত । এর সঙ্গে মাদক পাচারের অন্যতম প্রধান রাস্তা শিলিগুড়ি শহরের মধ্যে দিয়েই । লকডাউন পর্বে শহরে মাদক পাচারের বাড়বাড়ন্তে অনেকটাই চিন্তিত পুলিশ প্রশাসন । ধীরে ধীরে তারা নিজেদের পথে অগ্রসর হচ্ছিল তারা । পুলিশ একাধিক অভিযান চালালেও খুব একটা মাদক পাচারে রাশ টানতে পারছিল না । তবে মাদকমুক্ত শহর গড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা । শেষে মাদক সেবন-মাদক কারবার গোড়া থেকে উপরে ফেলতে বিশেষ উদ্যোগ নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ।

শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা দায়িত্ব গ্রহণ করেই শহরকে মাদকমুক্ত গড়তে শহরবাসীদের কাছ থেকে সহযোগিতার পরিকল্পনা নেন । শুধু মাত্র মাদক সেবন, পাচার বা কারবারে রাশ টানতে 'সে নো টু ড্রাগস' বলে তিনটি হেল্প লাইন চালু করেন । ৮১৪৫৭০০৯৮২, ৯৮৩২৩১৯১৫৪ ও ৯৭৩৩২২৫৬১৫ এই তিনটি নম্বরের মাধ্যমে শহরবাসীর কাছ থেকে মাদক কারবার বন্ধের জন্য বা তথ্য তুলে ধরার আবেদন জানান পুলিশ আধিকারিকরা । আর তাতেই বাজিমাত ।

কমিশনারেটের আধিকারিকের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যারা মাদক কারবারীদের খবর দেবেন তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই । তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং তাকে কোনওভাবেই হেনস্থা করা হবে না । এরপরই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সেবন এবং মাদক কারবারের গোপন খবর পুলিশকে দিতে শুরু করে শহরবাসীরাই ।

আরও পড়ুন... হাড়োয়ায় নিষিদ্ধ তরল মাদক সহ পুলিশের জালে দুই

এমনকি মাদক পাচার এবং মাদক কারবারের গোপন ভিডিয়ো এবং ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুলিশের কাছে তুলে ধরতে শুরু করেন তারা । আর তা পাওয়ার পরই অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পেতে থাকে পুলিশরা । হেল্পলাইন চালু করার পর অভিযানে আরও দ্রুত এগোতে থাকে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযানে গতি বাড়াতে স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । গত এক মাসে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার অবৈধ মদ, প্রায় আট লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে কমিশনারেটের এনজেপি, শিলিগুড়ি, ভক্তিনগর, প্রধাননগর , বাগডোগরা, মাটিগাড়া থানার পুলিশ । পাশাপাশি অভিযানে নামে স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা বিভাগ ।

আরও পড়ুন... শিলিগুড়িতে বিশেষভাবে সক্ষমরা পেল করোনার টিকা

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী বলেন, "হেল্প লাইন চালু করার পর থেকে খুব ভাল সাড়া মিলেছে । শহরবাসীরাই মাদক কারবারের পর্দাফাঁস করছে । আমরা মাদকমুক্ত শহর গড়তে দৃঢ় প্রতিজ্ঞ । আমাদের আবেদন এইভাবেই শহরবাসী আমাদের সহযোগিতা করুক । আমরা মাদক কারবারিদের গোড়া থেকে উৎখাত করে দেব ।

মাদকের বিরুদ্ধে অভিযানে বাজিমাত শিলিগুড়ি পুলিশের

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অলোক চক্রবর্তী বলেন, " পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাই । শহরবাসী এভাবেই পুলিশকে সহযোগিতা করে চলুক এই আবেদন রাখছি আমরা ।

সমাজসেবী সুমন সরকার বলেন, " পুলিশ আরও আগে এই হেল্পলাইন চালু করলে হয়তো অনেক যুবক-যুবতীদের নেশা গ্রস্ত হওয়া থেকে আমরা আটকাতে পারতাম । তবে পুলিশের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই ।"

Last Updated :Jun 17, 2021, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.