ETV Bharat / state

Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কের কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 3

author img

By

Published : Feb 12, 2023, 8:17 PM IST

শিলিগুড়ির সেবক রোডে ভয়াবহ দুর্ঘটনায় মৃত 3 ৷ নিয়ন্ত্রণ হারিয়ে 50 ফুট নীচে খাদে পড়ে গাছে ধাক্কা মারল গাড়ি ৷ দুর্ঘটনায় জখম হয়েছেন আরও 2 জন (major accident in bengal safari park) ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

Bengal Safari Park
বেঙ্গল সাফারি পার্কের কাছে দুর্ঘটনা

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত 3

দার্জিলিং, 12 ফেব্রুয়ারি: সেবক থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের (Bengal Safari Park Accident) । আহত আরও দুই । রবিবার বিকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন আড়াই মাইলের বেঙ্গল সাফারি পার্ক লাগোয়া 10 নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে উপস্থিত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । উদ্ধারকাজ শুরু হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেবক থেকে ফেরার পথে দূর্ঘটনাটি ঘটে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে 50 ফুট নীচে খাদে পড়ে, গাছে ধাক্কা মারে চারচাকা গাড়িটি । ঘটনায় মৃত্যু হয়েছে চালক-সহ তিনজনের (several people died in a major-accident) । গুরুতর জখম আরও দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আসার আগে স্থানীয়রাই উদ্ধার কার্যে হাত লাগায় ৷

অর্পণ রাজপুত (32), প্রদীমো ছেত্রী (26) আশঙ্কাজনক অবস্থায় সেবক রোডের নার্সিংহোমে চিকিৎসাধীন ৷ মৃত সুবর্ণ ছেত্রী (26), বিপিন ঘিমিরে (32), পল থাপা (30)-র দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । গাড়িটি উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: সেবক কালীবাড়িতে পুজো দিয়ে আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় দল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.