ETV Bharat / state

Bimal Gurung starts hunger strike: জিটিএ নির্বাচনের বিরোধিতায় আমরণ অনশনে বসলেন বিমল গুরুং

author img

By

Published : May 25, 2022, 1:26 PM IST

Updated : May 25, 2022, 3:19 PM IST

জিটিএ নির্বাচনের (GTA elections) বিরোধিতা করে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং (Bimal Gurung starts hunger strike)৷ আজ সকালে সিংমারিতে আমরণ অনশনে বসেন তিনি ।

Opposing GTA elections Bimal Gurung starts indefinite hunger strike at Darjeeling
জিটিএ নির্বাচনের বিরোধিতায় আমরণ অনশনে বসলেন বিমল গুরুং

দার্জিলিং, 25 মে: ঘোষণা মতোই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) নির্বাচনের বিরোধিতা করে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung starts hunger strike)। বুধবার সকালে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কার্যালয় সিংমারিতে আমরণ অনশনে বসেন তিনি । তাঁর অনশনকে কেন্দ্র করে পারদ চড়তে শুরু করেছে পাহাড়ের পাশাপাশি রাজ্য রাজনীতিতে (GTA elections)।

এ দিন সকালে বিমল গুরুঙের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক মোর্চা কর্মী সমর্থক উপস্থিত হন । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বজায় রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেই মোর্চার অনশন কর্মসূচি ৷ আর তাকে ঘিরেই জিটিএ নির্বাচনে বিমল গুরুং তথা গোর্খা জনমুক্তি মোর্চার অবস্থান নিয়ে ধন্ধের সৃষ্টি হয়েছে । শুধু তাই নয় । জিটিএ নির্বাচনের বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে একজোট হয়ে জিটিএ নির্বাচনের বিরোধিতা করা উচিত বলে এ দিন বলেন বিমল গুরুং (Darjeeling news)।

গতকালই 26 জুন জিটিএ নির্বাচন ঘোষণা করেছেন জিটিএ নির্বাচনের স্পেশাল অবজার্ভার তথা জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন । আর তাঁর ঘোষণার পরই তড়িঘড়ি কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মোর্চা নেতা বিমল গুরুং । সেখানেই সিদ্ধান্ত হয়েছিল, এ দিন সকাল থেকে আমরণ অনশনে বসবেন তিনি ।

আরও পড়ুন: GTA Election Protest : জিটিএ নির্বাচনের বিরোধিতায় অনশনে বসছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং

বিমল গুরুং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দিন বলেন, "আমি রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাই, জিটিএ চুক্তির সময় আমাদের যে সব দাবি ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো পূরণ করা হোক । 396টি মৌজা জিটিএ-র অন্তর্ভুক্ত করা হোক । কেন্দ্রীয় সরকারের উপর আমাদের বিশ্বাস, আস্থা নেই । মুখ্যমন্ত্রী বলেছিলেন, স্থায়ী রাজনৈতিক সমাধান করবেন । পাহাড়, তরাই ও ডুয়ার্সের জনতা এটাই চায় যে, আমি যে এতদিন কষ্ট করেছি, অজ্ঞাতবাসে চলে গিয়েছিলাম, সব কিছু লুটিয়ে দিয়েছিলাম, এখন শুধু আমার প্রাণ আছে । সেটাও অর্পণ করছি ।"

অনশনে বসলেন বিমল গুরুং

জিটিএ নির্বাচন নিয়ে একরাশ ক্ষোভ উগরে তিনি গুরুং বলেন, "আমি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও অনশনে বসতে পারতাম । তা করিনি । আমি চাই আমাদের জোট 2024 লোকসভা ও 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত টিকে থাকুক । গোর্খা জনমুক্তি মোর্চা নির্বাচনে অংশ নেবে না ।"

এ সবের মধ্যেই নাম না করে বিনয় তামাং ও অনিত থাপাকে একহাত নেন তিনি । বলেন, "সবাইকে এক জোট হয়ে এগিয়ে আসতে হবে । জিটিএ নির্বাচনের বিরুদ্ধে সরব হতে হবে । আর যাঁরা 2017-তে জাতিকে বিক্রি করে দিয়েছিল, তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে ।"

Last Updated : May 25, 2022, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.