ETV Bharat / state

Salim's Joker Jibe: রাজ্যপাল-মুখ্যমন্ত্রী জোকার, 5 অক্টোবর সিজিও ঘেরাও সিপিএম-এর: সেলিম

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 6:04 PM IST

Updated : Sep 25, 2023, 8:19 PM IST

Salim's Joker Jibe
মহম্মদ সেলিম

Salim calls CM Governor jockers: রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে জোকার বলে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ কেন্দ্র ইডি-সিবিআইকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করে, আগামী 5 অক্টোবর সিজিও কমপ্লেক্স অভিযান করবে সিপিএম ৷

শিলিগুড়িতে মহম্মদ সেলিম

শিলিগুড়ি, 25 সেপ্টেম্বর: বিজেপি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী তৈরিই হয়েছেন দেশে জট তৈরি করার জন্য, জট ছাড়ানোর জন্য নয় । এ বার এ ভাবেই রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একত্রে আক্রমণ শানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । শুধু তাই নয়, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে জোকার বলেও তীব্র কটাক্ষ করেন তিনি ।

সোমবার দার্জিলিং জেলা সিপিএমের জেলা কমিটির বর্ধিত সভা আয়োজিত হয় । ওই সভাতেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও একহাত নেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । কেন্দ্র সরকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি, সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি ৷ আর এর প্রতিবাদে সিজিও কম্পলেক্সেও অভিযান করা হবে বলে জানান তিনি ।

এ দিনের সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার । সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এ দিন সে বিষয়ে মহম্মদ সেলিম বলেন,

"এই নিয়ে কত নম্বর সতর্কবার্তা দিলেন রাজ্যপাল ? মাঝরাতে দিলেন না ভোরবেলায় দিলেন ? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিজেপি, তৈরিই হয়েছেন জট পাকাতে । জট ছাড়াতে বামফ্রন্টকেই দরকার । কোনও জোকার যদি পার্লামেন্টে যায়, রাজভবনে যায় বা নবান্নে যায় তাহলে সেই পার্লামেন্ট, রাজভবন, নবান্ন সার্কাস হয়ে যায় । আর প্রতিদিন সেই সার্কাস দেখতে পাওয়া যাবে ।"

এ দিন মহম্মদ সেলিম দাবি করেন, বিজেপি সরকারের নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগসাজশ রয়েছে । তাঁর অভিযোগ, নিজেদের স্বার্থে ও রাজনৈতিক কারণে কেন্দ্র সরকার ইডি-সিবিআইকে ব্যবহার করছে । তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না । সেই কারণে আগামী 5 অক্টোবর সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে সিপিএম অভিযান কর্মসূচি নিয়েছে বলে জানান মহম্মদ সেলিম ।

আরও পড়ুন: পায়ে চোটের জেরে দিল্লি-ধরনায় মমতা অনিশ্চিত! তবু নেত্রী 'আনপ্রেডিক্টেবল', মত দলের একাংশের

Last Updated :Sep 25, 2023, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.