ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা

author img

By

Published : Jun 24, 2021, 3:40 PM IST

ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি পর্যবেক্ষণে উত্তরবঙ্গে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা
ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি পর্যবেক্ষণে উত্তরবঙ্গে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা

উত্তরবঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান । কমিশনের সদস্যরা কোচবিহার, আলিপুরদুয়ার জেলার যেসব জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে । পরিদর্শনের পর উত্তরবঙ্গের জন্য একটি রিপোর্ট শীর্ষ আদালতে জমা করবেন কমিশনের সদস্যরা ।

শিলিগুড়ি, ২৪ জুন : ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা । বৃহস্পতিবার দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন কমিশনের আট সদস্যের ওই দল । শীর্ষ আদালতের তত্ত্বাবধানে ওই দল রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখবে।

ভোট পরবর্তী হিংসার বিষয়ে শীর্ষ আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার । রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটিও ভোট পরবর্তী হিংসার অভিযোগ জমা না পরলেও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে 541টি অভিযোগ জমা পরেছে । ফলে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের উপরই আস্থা রেখেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ ।

এদিন ডিএসপি পদমর্যাদার আধিকারিক রাজবীর সিং, কুলবীর সিং, ইনস্পেকটর পদমর্যাদার আধিকারিক কুলবন্ত সিং, লাল বাহার, প্রদীপ মোরে, বি সেখাবসন্ত, সীমাঞ্চল দাস উত্তরবঙ্গে পৌঁছান । বিমানবন্দর থেকে সোজা সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা । ভোট পরবর্তী হিংসা নিয়ে এর আগে রাজ্যকে একাধিকবার বিধেঁছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ভোট পরবর্তী হিংসার বিষয়ে তিনিও উত্তরবঙ্গে এসেছিলেন ।

আরও পড়ুন...উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি একাধিক বিজেপি বিধায়কের

কমিশনের সদস্যরা কোচবিহার, আলিপুরদুয়ার জেলার যেসব জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে । পরিদর্শনের পর উত্তরবঙ্গের জন্য একটি রিপোর্ট শীর্ষ আদালতে জমা করবেন কমিশনের সদস্যরা । ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ফলে ঘরছাড়া মানুষদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে কমিশনের সদস্যদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.